
Published on: নভে ১৫, ২০২০ @ ২৩:১৫
এসপিটি নিউজ ডেস্ক: দীর্ঘ আট মাস পর অবশেষে খুলছে শিরডিতে সাইবাবা মন্দির। রবিবার মহারাষ্ট্র সরকার রাজ্যের সমস্ত ধর্মস্থান পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো আগামীকাল থেকে সাইবাবা মন্দির খুলছে বলে জানিয়েছে মন্দিরের পরিচালন কমিটি। সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই খোলা হবে মন্দির।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্র সরকার ধর্মীয় স্থানগুলি আবার চালু করার অনুমতি দেওয়ার পর আগামীকাল শিরডির সাইবাবা মন্দিরটি উন্মুক্ত হবে।”দর্শনে’র জন্য সময়-স্লট পেতে ভক্তদের অনলাইন বুকিং করতে হবে। গেটে আরটিপিসিআর ফলাফল দেখানোর জন্য 10 বছরের কম বয়সী বাচ্চাদের প্রবেশের অনুমতি দেবে না।”
Maharashtra: Sai Baba Temple in Shirdi to open tomorrow after state govt allows religious places to reopen
"Devotees have to do online booking to get time-slot for 'darshan'. People to show RTPCR result at gate. Children aged 8-10 won't be allowed," says temple management member pic.twitter.com/BN9Gqi7Ebp
— ANI (@ANI) November 15, 2020
দর্শনের জন্য কি করতে হবে
তবে মন্দিরে প্রবেশের জন্য শিরডি সাই সংস্থান ট্রাস্ট কিছু বিধিনিষেধ রেখেছে। সেই অনুযায়ী মন্দিরের দর্শনের জন্য বহিরাগতদের অনলাইনে পাস জোগাড় করতে হবে। তবে শিরডির বাসিন্দারা তাদের ভোটা পরিচয়পত্র দেখিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন। যদিও সমাধি মন্দির ও দ্বারকামাঈতে এখনই প্রবেশ করা যাবে না।
প্রবেশেও কড়াকড়ি
প্রবেশেও কড়াকড়ি করা হয়েছে। সকলকে এখনই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। সেক্ষেত্রে 10 বছরের কম বয়সী শিশু এবং 65 বছরের ঊর্দ্ধে মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করোনা সংক্রমণের থেকে সতর্ক থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
Published on: নভে ১৫, ২০২০ @ ২৩:১৫