Air Asia আজ আকাশপথে কেক কেটে জন্মদিন উদযাপন করে সম্মানিত করল নীতা পাঞ্জাবিকে

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৭, ২০২২ @ ২২:৫০
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৭ সেপ্টেম্বর: এমন সৌভাগ্যবতী খুব কম যাত্রী হয়, যা আজ পেলেন নীতা পাঞ্জাবি। এয়ার এশিয়ার কুয়ালালামপুর থেকে কলকাতাগামী উড়ানে আজ এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা। আকাশপথেই বিমানের ভিতরেই কেক কেটে নীতা পঞ্জাবির শুভ জন্মদিন উদযাপন করলেন এয়ার এশিয়া উড়ানের AK63 ক্রু সদস্যরা।

কে এই নীতা পাঞ্জাবি? এই প্রশ্ন সকলের মনেই উঁকি মারছে। নীতা হলেন ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান (পূর্ব) অনিল পাঞ্জাবির সহধর্মিণী।সংবাদ প্রভাকর টাইমস-কে অনিল পাঞ্জাবি বিষয়টি নিয়ে জানাতে গিয়ে বলেন- “এটা আমার স্ত্রীর কাছে এক বিরাট সম্মান। আকাশপথে বিমানের ভিতর এধরনের কিছু করতে হলে স্পেশাল পারমিশন নিতে হয়। এজন্য অনেক লেখালিখি করতে হয়। কর্তৃপক্ষকে জানাতে হয় বিস্তারিত। কার জন্মদিন পালন করা হচ্ছে, কেন তার জন্মদিন পালন করতে চায় ক্রু সদস্যরা। এমন অনেক কিছুই জানাতে হয়। এরপর কর্তৃপক্ষ আশ্বস্ত হলে তবেই তারা অনুমতি দেয়। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। আসলে টাফি’র চেয়ারম্যান হিসাবে এয়ার এশিয়ার সঙ্গে আমার সমর্ক অনেক দিনের। বিশেষ করে পূর্ব ভারতে তাদের সঙ্গে ভ্রমণ ও পর্যটন সম্পর্কিত বিষয়ে নিবিঢ় যোগসূত্র স্থাপন হয়েছে। আমি মনে করি, তার ভিত্তিতেই এয়ার এশিয়া আজ আমাস্র স্ত্রী-কে এই বিশেষ সম্মান দিয়েছে। কেক কেটে জন্মদিন পালনের মধ্য দিয়ে।এজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই।”

আজ সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার AK63 ফ্লাইটে কলকাতা রওনা হয়েছিলেন অনিল পাঞ্জাব ও তাঁর পরিবার। সঙ্গে ছিলেন স্ত্রী নীতা পাঞ্জাবি। এছারাও ছিলেন মেয়ে-জামাই ও নাতি। বিমান কুয়ালালামপুর ছাড়তেই উড়ানের ভিতরে মাইকে নীতা পাঞ্জাবিকে জন্মদিনের শুভেচ্ছে জানানো হয়। এরপরই একজন ক্রু সদস্য এগিয়ে এসে তাঁকে শুভেচ্ছা জানান। তারপরেই সমস্বরে ক্রু সদস্যরা বলে অঠেন- হ্যাপি বার্থ ডে টু নীতা। এক সদস্য হাতে চকোলেট কেক নিয়ে এগিয়ে আসেন নীতার দিকে। তার হাতে তুলে দেন কেক কাটার সরঞ্জাম।পাশের আসন থেকে নাতিকে কোলে তুলে নেন। এরপর নাতিকে কোলে নিয়েই তিনি কেক কাটেন।

নীতা পাঞ্জাবি এমন সম্মান পেয়ে রীতিমতো অভিভূত। তিনি নিজেও জানতেন না আজ তাঁর জন্য এতবড় একটা চমক অপেক্ষা করছিল। এজন্য তিনি এয়ার এশিয়া উড়ানের AK63 ক্রু সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তাদের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা লেখা এয়ার এশিয়ার একটি উড়ানের ছবি সহ একটি বিশেষ গ্রিটিংস কার্ড নীতার হাতে তুলে দেওয়া হয়।যা আগামিদিনে তার কাছে স্মৃতি হয়ে থাকবে।

Published on: সেপ্টে ২৭, ২০২২ @ ২২:৫০


শেয়ার করুন