শালবনীতে সিমেন্ট কারখানার উদ্বোধনের পর জিন্দলরা মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে শিল্প গড়ে তোলার পরিবেশ রয়েছে

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল    ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ১৫, ২০১৮ @ ২১:৩৯

এসপিটি নিউজ, শালবনী, ১৫ জানুয়ারিঃ এ দিনটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় রাজ্যের বিরোধীদের সমালোচনার জবাবটা দিয়ে দিলেন কিন্তু শিল্পপতি সজ্জন জিন্দল স্বয়ং। এদিন তাদের সিমেন্ট কারখানার আনুষ্ঠানিক উদ্বোধনের মুহূর্তে তিনি জানিয়ে দিলেন, “পশ্চিমবঙ্গে শিল্প কারখানা গড়ে তোলার পরিবেশ ও পরিকাঠামো রয়েছে।শালবনীতে যদি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে না দিতেন তাহলে দ্রুত সিমেন্ট কারখানা গড়ে তোলা সম্ভব হত না। শিল্পপতি সজ্জন জিন্দলের ছেলে পার্থ জিন্দলও বাবার সুরে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার সব রকমের সহযোগিতা করায় নির্দিষ্ট সময়ের আগেই শালবনীতে সিমেন্ট কারখানা দ্রুত গড়ে তোলা সম্ভব হয়েছে। সেইসঙ্গে এদিন তিনি মঞ্চেই ঘোষণা করেন, ৪৯২জন জমিদাতাকেই আমরা কাজ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জিন্দলদের শানবনীতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও রং-এর কারখানার তৈরি করার আহ্বানও জানান।

জেএসডবল্যু সিমেন্ট কারখানার ম্যানেজিং ডিরেক্টর পার্থ জিন্দল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি তাঁর হাতে তুলে দিয়ে কারখানার উদ্বোধন করার জন্য স্বাগত জানান। পার্থ জিন্দল বাংলায় বক্তব্য রেখে সবাইকে অবাক করে দেন। তিনি বলেন, শুধুমাত্র বাংলায় বলে এভাবে দ্রুত সিমেন্ট কারখানা গড়ে তোলা সম্ভব হয়েছে। প্রায় ৮০০ কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। এখন বছরে ২৪ লক্ষ টন সেমেন্ট উৎপাদন হবে। কারখানা পুরোদমে চালু হওয়ার পর উৎপাদন দ্বিগুন করার কাজ শুরু করা হবে।

শিল্পপতি সজ্জন জিন্দলও জানান, রাজ্য সরকার শিল্প কারখানা গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন তা দ্রুততার সঙ্গে ব্যবস্থা করে দেওয়ার ঘটনা শুধুমাত্র বাংলায় সম্ভব। তিনি তাদের আরও দুটি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করবেন বলেও তিনি জানান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দলদের প্রশংসা করে বলেন, জিন্দল কতৃপক্ষ ভাল কাজ করবে সেই বিশ্বাস আমার আছে।তিনি আরও বলেন, আপনারা ভাল ব্যবহার করলে ওরা আরও ভাল কাজ করবে। বেকার যুবকদের কর্ম সংস্থান হবে। শালবনীর আরও উন্নয়ন হবে। শালবনী সহ পশ্চিম মেদিনীপুরে আরও বেশি করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্য পরিষেবার কথা উল্ল্যেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৪৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে।তার মধ্যে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল দেখভালের দায়িত্ব জিন্দল কতৃপক্ষকে দেওয়া হল। ওরা উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Published on: জানু ১৫, ২০১৮ @ ২১:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 + = 38