Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১২:৪১
এসপিটি নিউজ ডেস্কঃ কাশ্মীরের রাস্তায় ধসের ফলে শ্নিবার সকাল থেকে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তায় সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়েছে বহু গাড়ি। পরিস্থির দিকে নজর রেখে জাতীয় সড়কে এই মুহূর্তে কোনও ভারী গাড়ি চলাচলের উপর সামিয়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তবে হাল্কা গাড়ি যাতায়াতে কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে।
এক আধিকারিক জানান, ব্যাটারি চশমাতে ৩০০ কিলোমিটারের হাইওয়েতে ভূমিধস হয়।ফলে সেখানে গাই সব দাঁড়িয়ে পড়ে।তিনি বলেন, ধসপ্রবণ এলাকায় সড়ক পরিষ্কার করতে বহু মানুষকে নামানো হয়েছে।
Published on: ডিসে ৩০, ২০১৭ @ ১২:৪১