
Published on: অক্টো ৭, ২০১৮ @ ২৩:০৭
এসপিটি নিউজ ডেস্কঃ এর আগেও হিমাচল প্রদেশের লাহুল-স্পিতী এলাকার ছবি ও খবর প্রকাশিত হয়েছে। সেখানে কিভাবে বরফ পড়তে শুরু করেছে। কিন্তু এদিন যা দেখা গেল তা আগের দিনের খবরকেও ছাপিয়ে গেল। যেখানে তাপমাত্রা মাইনাস জিরো ডিগ্রিতে নেমে গেছে। ফলে স্পিতী উপ্ত্যকায় লেক-নদী সমস্ত কিছু শক্ত বরফে পরিণত হয়েছে।ছবিতে ছ্যত্রু এলাকার চন্দ্র নদীর এমন চেহারা হয়েছে।সেখানে তুষারপাতের ফলে এমনটা হয়েছে।
Published on: অক্টো ৭, ২০১৮ @ ২৩:০৭