
সংবাদদাতা- কৃষ্ণা দাস
Published on: অক্টো ১৩, ২০১৮ @ ১৫:৩৮
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ১৩অক্টোবরঃ এবারেও সফল বৈকন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। কয়েকদিন আগে শিংয়ালা হরিণের দুটি মাথা উদ্ধার করেছিল। এরপর শনিবার ভোরে ফের তারা রুখে দিল বড় ধরনের পাচার কাজ। আর তার ফলে রক্ষা পেল লুপ্তপ্রায় এক প্যাঙ্গোলিন। আটক করা হল লক্ষাধিক টাকার গাঁজা ও একটি বোলেরো গাড়ি।
টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, শুক্রবার রাতে তাদের কাছে গোপন সূত্রের খবর আসে যে একটি জীবন্ত লুপ্তপ্রায় বন্যপ্রাণী জাতীয় সড়ক হয়ে বিদেশে পাচার হবে। সেই খবরের ভিত্তিতে অভিযানে নেমে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১নম্বর জাতীয় সড়কের সারিয়াম থেকে প্যাঙ্গোলিন ও ৩২কেজি গাঁজা উদ্ধার করা হয়।তবে চালকসহ তিনজন পালিয়ে যায়।
পাচারকারীদের ধরার চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার হওয়া গাঁজা রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং প্যাঙ্গোলিনটি জলপাইগুড়ি আদালতের অনুমতি নিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
সঞ্জয়বাবু জানান, পাঙ্গোলিন প্রাজাতীর প্রাণীটি বন্যপ্রাণী আইন অনুযায়ী বাঘের মতই সিডিউল-১ টাইপ প্রাণী।এটি লুপ্ত হতে বসেছে। এই প্রাণীটির মাংস ও ছাল বহুমূল্যে চোরা বাজারে বিক্রি হয়। প্যাঙ্গোলিনের চিন সহ বিদেশে চাহিদা আছে।
Published on: অক্টো ১৩, ২০১৮ @ ১৫:৩৮