
Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ০৯:০৭
এসপিটি স্পোর্টস ডেস্কঃ তিনি সর্বদা বাস্তবের মাটিতে থাকেন। যা সত্য তাই তিনি মেনে চলেন। আর তাই নিজে একজন পোপ হয়েও অন্য দেশের শান্তি স্থাপনের জন্য সেদেশের রাজনৈতিক নে্তাদের জুতো চুম্বন করতেও তিনি দ্বিধাবোধ করেননি। এবার সেই পোপি আবারও এক বাস্তব চেতনার পরিচয় রাখলেন। এবার তিনি মেসি ভক্ত ফুটবল সমর্থকদের সতর্ক করে দিয়ে জানিয়ে দিলেন-“আর যাই হোক মেসিকে তোমরা ঈশ্বর’ বলো না।”
বার্সেলোনার ভক্তদের কাছে মেসি ‘ডি 10 এস’ নামে পরিচিত – ঈশ্বরের জন্য স্প্যানিশ শব্দটির মিশ্রণ, ‘ডায়োস’ – তার শার্টের সংখ্যাও 10 দিয়ে।
পোপের মতে, মেসি সর্বদা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হতে পারেন তবে ভক্তরা লিয়েনেল মেসিকে “ঈশ্বর” বলে এটা ঠিক না।
পন্টিফ বলছেন যে বার্সেলোনার তারকা বর্ণনা করার জন্য শব্দটিকে তাত্ত্বিকভাবে “অনাচার” বলা হয়েছে এবং সমর্থককে এটি করার বিরুদ্ধে সতর্ক করেছেন তিনি।
স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সটায় এই বিষয়ে জানতে চাওয়া হলে পোপ ফ্রান্সিস বলেন, “তত্ত্বের ভিত্তিতে এটি নিষিদ্ধ। এটি বলা উচিত নয়। আমি এটা বিশ্বাস করি না।”
উপস্থাপক জর্দি ইভোলে যখন বলেন যে তিনি বিশ্বাস করেন মেসি ঈশ্বর তার জবাবে পোপ ফ্রান্সিস সরাসরি বলেন “আমি কখনোই তা বলিনি।
“লোকেরা তাঁকে ঈশ্বর বলে ডাকতে পারে, ঠিক যেমন তারা বলতে পারে, ‘আমি তোমাকে উপাসনা করি’, কিন্তু শুধুমাত্র ঈশ্বরকেই উপাসনা করা যেতে পারে।
“তিনি দেখতে মহান – কিন্তু তিনি কখনোই ঈশ্বর নন।”
Published on: এপ্রি ১৫, ২০১৯ @ ০৯:০৭