সংবাদদাতা-বাপ্পা মন্ডল
এসপিটি নিউজ, লালগড়ঃ এ এক মহাজ্বালা হয়েছে। হাতির জ্বালায় প্রাণ ওষ্ঠাগত। গ্রামে ঢুকে পড়ছে আবার কখনো বা ফসলেওর ক্ষেতে ঢুকে সব তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। বন দফতরকে বারেবারে বলেও কোনো সুরাহা হচ্ছে না। বন দফতর যেভাবে হাতি তাড়ানোর জন্য হুলা পার্টি রেখেছে তারাও তাদের প্রাপ্য টাকা না পেয়ে বেঁকে বসেছে।আজ তারা টাকার দাবিতে হাতি তাড়ানোর টাকা না পেয়ে লালগড়ের রেঞ্জ অফিসে তালা লাগিয়ে দেয়। তাদের অভিযোগ, বহুবার বন দফতরের কাছে টাকার জন্য দরবার করা হয়েছে। স্থানীয় রেঞ্জ অফিসেও জানানো হয়েছে। কিন্তু কোন ফল হয়নি। তাই আজ বাধ্য হয়ে রেঞ্জ অফিসে তালা লাগানো হয় বলে হুলা পার্টির ক্ষোভ।
তাদের কথায়, বছরে বেশির ভাগ সময় হাতি থাকে এখন লালগড়ে। আগে দলমা থেকে বছরে ২ বার আসতো আর ফেরা নিয়ে মোট ৪ বার। কিন্তু বর্তমানে সারা বছরই রাতির দল যাওয়া-আসা তো আছেই সাথে রেসিডেন্সিয়াল হাতির সংখ্যা বাড়ছে দিন দিন। আর এই হাতি তাড়াতে একমাত্র ভরসা হুলা। এরা এলাকার বাসিন্দা হওয়ায় জঙ্গল রাস্তা খুব ভালো চেনে। সেজন্য সহজেই তারা দিনে-রাতে হাতি তাড়াতে পারে। কিন্তু দিনের পর দিন টাকা না পাওয়ায় এবার বেঁকে বসেছে হুলা সদস্যরা। যদিও ডিএফও জানান আগে নিজস্ব ফান্ড থেকে টাকা দেওয়া হত। কিন্তু এখন টেন্ডার ছাড়া দেওয়া যায় না। টেন্ডার ডাকা হয়েছে। দ্রুত এদের টাকা দিয়ে দেওয়া হবে।ছবি-রামপ্রসাদ সাউ