লালগড়ে বাস উল্টে হত ৬, আহত ৫৩

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                            ছবি-বাপন ঘোষ

Published on: জুন ১৬, ২০১৮ @ ২৩:৫৯

এসপিটি নিউজ, লালাগড়, ১৬জুনঃ ফের বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল লালগড় এলাকায়।শনিবার বেলপাহাড়িতে আদিবাসী সমাজের এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে যাওয়ার পথে বাসটি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় প্রশাসনের কর্তাব্যক্তিরা।

পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, লালগড়ের ঝিটকার জঙ্গলে বাস দুর্ঘটনায় ৬জন মারা গেছে এবং ৫৩জন আহত হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাস্থলে সিআরপিএফ জওয়ানরা গিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের মধ্যে ৪৮জন শালবনীর বিভিন্ন গ্রামের ও ৫জন চন্দ্রকোনা রোডের বুড়া মারা গ্রামের বাসিন্দা।

মৃতদের পরিবারের সদস্যদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সাহায্য করা হবে বলে জানানো হয়েছে।

Published on: জুন ১৬, ২০১৮ @ ২৩:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 1 = 10