সংবাদদাতা-বেবী সরকার
Published on: ডিসে ২৭, ২০১৭ @ ২০:১১
এসপিটি নিউজ,দুর্গাপুর,২৬ ডিসেম্বরঃ বে-আইনি কাজ করে যাবে, বলতে গেলেই তাঁকে আক্রান্ত হতে হবে।এটা নতুন কোনও বিষয় নয়।এখন এটা আকছারই হচ্ছে।তবে বুধবার দুর্গাপুর মহকুমার কাঁকসার বিএলআরও-কে যেভাবে আক্রান্ত হতে হল তা কিন্তু প্রশাসনের পক্ষে মোটেই ভাল নয়। কাঁকসার অজয় নদে বালি মাফিয়ারা আইনকে কোনওরকম গুরুত্ব না দিয়ে রীতিমতো মাস্তানি করে দিনের পর দিন বালির চোরাচলানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় বিডিও আজ তাদের সেই অপরাধ চাক্ষুষ দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে গেছিল। আর সেটাই হয়ে গেছে তাঁর অপরাধ।আইনকে যারা পরোয়া করে না তারা যা করার তাই কর-বিএলআরও-কে ধরে মারধর করল। তারপর লাঠি-রড নিয়ে তাড়া করে ভাগিয়ে দিল।প্রাণ ভয়ে তিনি ছুটে পালালেন।
খবরে প্রকাশ, কাঁকসাকর বনকাঠি পঞ্চায়েতের সাতকাহোনিয়া গ্রামে অজয় নদে বে-আইনি বালি ঘাট করে তা থেকে বালির চোরাচালান চালিয়ে যাচ্ছে একদল বালি মাফিয়া। এই অভিযোগ পেয়ে কাঁকসার ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক (বিএলআরও) সিদ্ধার্থ মজুমাদার তার দফতরের কয়েকজন কর্মীকে নিয়ে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হলেন বালি মাফিয়াদের হাতে।গাড়ি থেকে নামতেই তাকে এবং তার দফতরের কর্মীদের চড়-থাপ্পড়, ঘুঁষি-লাথি মারতে থাকে বালি মাফিয়া ও তাদের লোকজন।ঐ এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়ে রড ও লাঠি নিয়ে তাড়া বিএলআরও সিদ্ধার্থ মজুমাদারকে।প্রানভয়ে দৌড়াতে থাকেন বিএলআরও এবং তার দফতরের অন্যান্য কর্মীরা।
বিএলআরও সিদ্ধার্থ মজুমাদার সহ এই দফতরের মোট পাঁচজন আহত হয়েছেন।বালি মাফিয়াদের তাড়া খেয়ে তারা বনকাটি পঞ্চায়েতে এসে আশ্রয় নেন।খবর পেয়ে কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ এবং কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস তাদেরকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এখন কাঁকসা থানার পুলিশ।
কাঁকসাতে শাসকদলের প্রচ্ছন্ন মদতে দীর্ঘদিন ধরে এই বালি মাফিয়াদের রমরমা বন্ধ করতে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা এমনকি পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠি অভিযান চালিয়েছেন বেশ কয়েকবার।বহু ব-আইনি বালি বোঝাই গাড়ি বারবার ধরপাকড় করেও এই বালির চোরাকারবার-কে বন্ধ করা যায়নি।এবার আক্রান্ত খোদ বিএলআরও।এদিনের ঘটনার পর কি কড়া ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার।Published on: ডিসে ২৭, ২০১৭ @ ২০:১১