Published on: মে ৫, ২০১৮ @ ১৮:৩৬
এসপিটি নিউজঃ পুলিশের কাছে আগেই খবর ছিল। কিন্তু কোনওভাবেই তাকে নাগালের মধ্যে পাচ্ছিল না। অবশেষে শুক্রবার রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয় মুকুল রায়ের শ্যালক সৃজন রায়কে। বিজপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে দমম বিমানবন্দর থানায় নিয়ে আসে। সেখান থেকে তাকে শনিবার নিয়ে যাওয়া হয় বারাকপুর পুলিশ কমিশনারেটে। তারপর বারাকপুর আদালতে।
বারাকপুর আদলতে তোলা হলে বিচারক তাকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বহুজনের কাছে থেকে তিনি অনেক টাকা হাতিয়েছেন। অভিযোগ, ৫০-৬০জনের কাছে থেকে টাকা তোলার পরিমান প্রায় দুই কোটি হবে। তদন্তে এসব খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, মুকুল রায় রেলমন্ত্রী থাকার সময় থেকেই সৃজন রায় এই প্রতারনা শুরু করেন। মুকুল রায়ের রেলমন্ত্রীত্ব চলে যাওয়ার পরেও তিন এই প্রতারনার কারবার ছাড়েননি বলে অভিযোগ।
শ্যালকের গ্রেফতারি ও এতে তাঁর নাম জড়ানো নিয়ে মুকুল রায় জানান, এসব আসলে চক্রান্ত ছাড়া কিছুই নয়। জানা গেছে, সৃজনবাবু দিল্লিতেই থাকতেন এখন।
Published on: মে ৫, ২০১৮ @ ১৮:৩৬