রাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Main কোভিড-১৯ রাজ্য শিক্ষা
শেয়ার করুন

Published on: জুন ৭, ২০২১ @ ১৬:০৯

এসপিটি নিউজ, কলকাতা, ৭জুন:  আজ সোমবার নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পূর্ব ঘোষিত ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী জানান, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষার্থীদের কিসের ভিত্তিতেও মূল্যায়ন করা হবে তা দেখার জন্য শিক্ষা সেলের বিশেষজ্ঞ কমিটিদের দেখার নির্দেশ দিয়েছেন।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- ” আমাদের কাছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৪ হাজার মতো মতা মত এসেছে। সেখানে মাধ্যমিকে পরীক্ষা না হওয়ার পক্ষে রয়েছে ৭৯ শতাংশ। উচ্চ মাধ্যমিকেও একই রকম্ভাবে পরীক্ষা না হওয়ার পক্ষে মত দিয়েছেন ৮৩ শতাংশ। এই পরিস্থিতিতে আমরা এই মতামতকে গুরুত্ব দিচ্ছি। এমনকী যে শিক্ষা সেল আছে তার বিশেষজ্ঞরাও একইরকমভাবে পরীক্ষা না হয়ার পক্ষে মত দিয়েছেন। আমরা এইসব মতামতকে গুরুত্ব দিয়ে বিবেবচনা করেছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন- “প্রায় সব রাজ্যেওই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা বাতিল করেছে। কেন্দ্র একইভাবে সিবিএসই-র পরীক্ষা বাতিল করেছে। আমরাও সেই মতো পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করলাম।”

তবে পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে বা কিসের ভিত্তিতে হবে সেটাও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপ্সথিত শিক্ষা সেলের বিশেষজ্ঞ কমিটিকে জ্ঞাত করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন-” অনেক ছাত্র-ছাত্রী বলেছেন তাদের নবম শ্রেণিতে বেশি ক্লাস হয়েছে। সেখানে দশম শ্রেণিতে ক্লাস তারা করতেই পারেনি। এরকম্ভাবে দেখলে তাহলে ভালো করে এই দিকগুলি খতিয়ে দেখা দরকার। দেখতে হবে এই পরিস্থিতিতে কোনওভাবেই যেন পরীক্ষার্থীদের বিশেষ করে মেধাবী ছাত্র-ছাত্রীদের ক্ষতি না হয়। কারণ, সেক্ষেত্রে তাদের উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রের অসুবিধার সম্মুখীন হতে হবে। সেটা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।”

উল্লেখ, কিছু দিন আগেই মুখ্যমন্ত্রী এক বৈঠকে রাজ্যে মাধ্যমিক ও উইচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ঘোষণা করেছিলেন। বলেছিলন যে জুলাই-এর শেষ দিকে উচ্চ মাধ্যমিক ও আগস্টের প্রথম দিকে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের তিন ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টা পরীক্ষা দিতে হবে। তারা নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। কিন্তু এর পর সারা দেশে কোভিড পরিস্থিতির ভয়াবহতার কথা বিচবেচনা করে একের পর এক বোর্ড তাদের পরীক্ষা বাতিল ঘোষণা করে। যার মধ্যে উল্লেখযোগ্য দু’টি বোর্ড হল সিবিএসই ও সিআইএসসিই। উভয়েই তাদের বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষনা করে। এরপর রাজ্যের পরীক্ষা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। অবশেষে মতামত গ্রহণে দেখা যায় অধিকাংশই পরীক্ষা  না হওয়ার পক্ষে মত দিয়েছেন। রাজ্য সরকার সেই মতামতকে গুরুত্ব দিয়েই এবার সর্বসম্মতভাবে দু’টি পরীক্ষাই বাতিল ঘোষণা করল।

Published on: জুন ৭, ২০২১ @ ১৬:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

64 + = 69