হতাশ বাংলাঃ মোদিকে ১৮ আসন জিতিয়ে জুটল মাত্র ২ প্রতিমন্ত্রী

Main দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ৩০, ২০১৯ @ ২৩:৪৬

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ৩০মে: এমনটা যে হবে তা বোধ হয় বিজেপির কর্মী-সমর্থকরাও আঁচ করতে পারেননি। অপ্রত্যাশিত ভাল ফল করেও শেষে কিনা ২জন প্রতিমন্ত্রী! তাও এত কম সংখ্যায়। গতবার মাত্র দু’টি আসন জেতার পর যেখানে দুইজন মন্ত্রী পেয়েছিল বাংলা সেখানে এবার অনেকেই আশা প্রকাশ করেছিলেন এবার হয়তো ৫ থেকে ৬জন মন্ত্রী হবে এ রাজ্য থেকে। কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের শেষে কার্যত হতাশ বাংলা।

রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির শপথ অনুশঠান শুরু হতেই গোটা বাংলা তাকিয়েছিল দিল্লির দিকে। রাজ্যের মানুষ আশা করেছিলেন মোদিকে খুশি করতে পারলেই এবার হয়তো মোদিজিও তাদের খুশি করে দেবেন একাধিক মন্ত্রী দিয়ে। রাজ্যের নির্বাচনী প্রচারে একাধিক সভা করে গিয়েছিলেন মোদি-অমিত শাহ। রাজ্যের একটা বড় অংশের মানুষ এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভট দিয়ে মোদির হাত শক্ত করেছেন। তারা সকলেই ভেবেছিলেন মোদিকে জেতাতে পারলে আর এ রাজ্য থেকে বেশি আসন বিজেপিকে দিতে পারলে হয়তো আরও বেশি সংখ্যায় মন্ত্রী জুটবে।

কিন্তু কার্যত দেখা গেল একেবারে উলটো ছবি। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান চলতে থাকল আর বাংলার কারও দেখা নেই। অবশেষে দেখা গেল আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আর রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরির নাম ঘোষণা করা হচ্ছে, যাদের প্রতিমন্ত্রী হিসেবে স্থান দেওয়া হয়েছে। আর কারও নাম উঠে এল না মন্ত্রিসভার তালিকায়।

যদিও এর আগে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম শোনা গিয়েছিল। কিন্তু তিনি রাজ্যে দলের কার্যভার সামাল দেবেন বলে স্বেচ্ছায় মন্ত্রী হবেন না বলে নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন। তাই তাঁকে করা হয়নি। কিন্তু তাই বলে বাংলা থেকে আর কেউ মন্ত্রী হবেন না কিংবা একজন প্রতিমন্ত্রী পাবেন না, এটা এখনও কেউ বিশ্বাস করতে পারছেন না। কার্যত হতাশ বাংলা।

এর আগে অটল বিহারি বাজপেয়ীর এনডিএ সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল। ইউপিএ সরকারের মন্ত্রিসভাতেও পূর্ণমন্ত্রী পেয়েছিল বাংলা। একজন নয় একাধিক। সেখানে এবার এমন অপ্রত্যাশিত ফলের পরেও কিভাবে বাংলাকে বঞ্চনা করা হল তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

Published on: মে ৩০, ২০১৯ @ ২৩:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

62 + = 71