Published on: জানু ১১, ২০১৯ @ ২৩:৪৪
এসপিটি নিউজ, বারাসত, ১১ জানুয়ারিঃ প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে নিয়ে একটি সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার। নাম “অ্যাক্সিডেন্টাল পিএম”। অভিযোগ উঠতে শুরু করেছে- যেখানে কংগ্রেসের এই প্রধানমন্ত্রীকে বিকৃত করে দেখানো হয়েছে। যা নিয়ে দেশজুড়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। আজ শুক্রবার বারাসতে এক সভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম না করে তাকে কটাক্ষ করে বলেন- “এবার তাহলে ডিজাস্টার্স পিএম দেখানো উচিত।”
মমতা বলেন-“রাজনৈতিক যাত্রা কেউ করেছে শুনছি। নির্বাচনের আগে কেউ এটা করে ছেড়ে দিয়েছে।কি নাকি ‘অ্যাক্সিডেন্টাল পিএম’। অ্যাক্সিডেন্টাল পিএম তো সবাই। মানেটা বুঝতে পারলাম না। দেখুন আমি কংগ্রেস দল করি না। আমার সাথে কংগ্রেসের তফাত আছে। আমি কংগ্রেস থেকে বেরিয়ে এসছি। বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস করেছি। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়ায়। কিন্তু আমি মনে করি যেটা করা হচ্ছে সেটা বিকৃত করে – এটা অন্যায়। তাই আমি বলি- যারা অ্যাকসিডেন্টাল পিএম নিয়ে ইলেকশনের আগে নাটক করে বেড়াচ্ছেন তাদের আর একটা সিনেমা দেখা উচিত- ডিজাস্টার্স পিএম। অ্যাকসিডেন্টাল পিএম যদি হয় তাহলে ডিজাস্টার্স পিএম এটাও দেখাতে হবে।”
নাম না করে মমতা বলেন- “ডিজাস্টার্স পিএম তৈরি হবে আগামিদিন মনে রাখবেন। কেউ কখনও ছেড়ে কথা বলে না। যেমন দেখাবেন তেমনি দেখবেন।আয়নায় নিজের চেহারাটা ভালভাবে দেখুন। হাসতেই পারে না। ভালভাবে কথাই বলতেই পারে না। দেখলেই লোকে ভয় পায়- ভাবে ওরে বাবারে গব্বর সিং আসছে। দেখলেই লোকে ভাবে জব্বর সিং আসছে।”
Published on: জানু ১১, ২০১৯ @ ২৩:৪৪