দুর্গাপুজোয় ইনকাম ট্যাক্স নিয়ে মমতা্র হুঁশিয়ারিঃ একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না

Main রাজ্য
শেয়ার করুন

মুখ্যমন্ত্রীর জিজ্ঞাসা-

  • প্রশ্ন ১) দুর্গাপুজো কি কেউ লাভ করার জন্য করে?
  • প্রশ্ন ২) তাহলে তারা কেন ইনকাম ট্যাক্স দেবে?
  • প্রশ্ন ৩) এই পুজোর জন্য কারা চাঁদা দেয়?
  • প্রশ্ন ৪) তোমার উদ্দেশ্য কি দুর্গাপুজো বন্ধ করে দেওয়া?

Published on: জানু ১১, ২০১৯ @ ২২:৫৩ 

এসপিটি নিউজ, বারাসত, ১১ জানুয়ারিঃ দুর্গাপুজো কমিটিগুলিকে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া নিয়ে বারাসতের প্রকাশ্য সভায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে এদিন মমতার হুঁশিয়ারি-“দুর্গা পুজো বন্ধ করতে হলে জেনে রেখে দিও মোদিবাবু আর বিজেপিবাবুরা একটা ক্লাবের গায়ে হাত পড়লে আমরা কেউ ছেড়ে কথা বলব না। অনেক ক্ষমতা দেখিয়েছো। আমি সব কটা ক্লাবকে বলব, একদম যাবেন না। জোট বাধুন সবাই। যারা প্রকৃত চোর কত টাকা ইনকাম ট্যাক্স কালেকশন করেন তাদের কাছ থেকে, যারা প্রকৃত গুন্ডা, সব দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছে।বেচারা বাংলার ছেলে-মেয়েরা পুজো করে। তাদের বলছে ইনকাম ট্যাক্স দিতে হবে!”

ইতিমধ্যে দুর্গাপুজো কমিটিগুলিকে ইনকাম ট্যাক্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর তা নিয়েই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এমন একাধিক ইস্যুতে সরব হতে দেখা গেছে তাঁকে। এই প্রসঙ্গে তিনি চারটি প্রশ্ন রাখেন।

  • প্রশ্ন ১) দুর্গাপুজো কি কেউ লাভ করার জন্য করে?
  • প্রশ্ন ২) তাহলে তারা কেন ইনকাম ট্যাক্স দেবে?
  • প্রশ্ন ৩) এই পুজোর জন্য কারা চাঁদা দেয়?
  • প্রশ্ন ৪) তোমার উদ্দেশ্য কি দুর্গাপুজো বন্ধ করে দেওয়া?

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটি প্রশ্নের প্রেক্ষাপটে নিজের ব্যাখ্যা দিয়ে বলেন-“দুর্গাপুজো উৎসব হিসেবে করে। কম্যিউনিটি উৎসব পালন করে সকলকে সঙ্গে নিয়ে।এরা নন-প্রফিট অর্গানাইজেশন। ইনকাম ট্যাক্স দেওয়ার প্রয়োজনই পড়ে না।পুজোটা একটা ধর্মীয় অনুষ্ঠান। দুর্গাপুজোর চাঁদা জনগণ দেয়। তুমি দাও, না তোমার গরমেন্ট দেয় বাবা! আমাদের গরমেন্ট তাও কম্যিউনিটি ডেভেলপমেন্টে ১০ হাজার টাকা করে সাহায্য করেছে। তোমার গরমেন্ট এক পয়সাও দেয়নি। আর তুমি টাকা কেটে নেবে!”

এরপর মমতার কটাক্ষ- “কবে এসে বলবে- রমজান মাস কেন করছ, তোমাকেও রোজা করবার জন্য ইনকাম ট্যাক্স দিতে হবে। মা-বোনেরা বাড়িতে রান্না কেন করছো, তোমাকেও ইনকাম ট্যাক্স দিতে হবে। কবে সাংবাদিকদের বলবে, ছবি কেন তুলছো তোমাদেরও ইনকাম ট্যাক্স দিতে হবে। সবাই ইনকাম ট্যাক্স দেবেন আর ওনারা ইনকাম করে যাবেন।জনগণ দেবেন ইনকাম ট্যাক্স আর জনগণের ইনকাম ওনারা লুটে নেবেন। এই তো চলছে আজকে দেশে। আজকে দেশে আইনের শাসন নেই, আজ দেশে গণতন্ত্র নেই।”

মমতা বলেন- “আমাদের ধর্ম কবেকার? আমাদের হাজারহাজার লক্ষ্ লক্ষ বছর আগেকার ধর্ম। আমরা সবাই জানি রামায়নের কথা। আমরা সবাই জানি মহাভারতের কথা। সবাই জানি কোরানের কথা, সবাই জানি পুরানের কথা। আমরা দুর্গাপুজো করি, আমরা কালীপুজো করি। আমরা চামুন্ডা পুজা করি। আমরা সন্তোষী মাতা করি। আমরা মতুয়া ঠাকুর করি, আমরা লোকনাথ ঠাকুর করি, আমরা অনুকূল ঠাকুর করি। আমরা জৈন করি, আমরা বড়দিন পালন করি। আমাদের নতুন করে শেখাবার প্রয়োজন নেই। আমরা দুর্গাপুজো করি। আমাদের সবচেয়ে বড় উৎসব। সবাই সেই উৎসবে অংশগ্রহণ করে।”

“পুজো কমিটিগুলিকে নোটিশ পাঠিয়ে দিয়েছে। বলছে যারা দুর্গা পুজো করো সব হিসেব দাও। কেন, তোমাদের নাকি ইনকাম ট্যাক্স দিতে হবে।বলুন ডিমনিটাইজেশন করেছো, কত টাকা লুঠ করেছো, তার হিসেব মানুষ জানে? কত ইনকাম ট্যাক্স জমা পড়েছে। সারা ভারত বর্ষে অনেক ট্রাস্ট আছে। অনেক মন্দির আছে। তিরুপতির মন্দির আছে। তারকেশ্বর আছে, ফুরফুরা শরিফ আছে। আজমীর শরিফ আছে। গোল্ডেন টেম্পল আছে। বালাজির মন্দির আছে। গণপতি বিনায়কের মন্দির আছে।পুরীতে জগন্নাথ দেবের মন্দির আছে। সব ইনকাম ট্যাক্স দেবে? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: জানু ১১, ২০১৯ @ ২২:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 45 = 48