সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: অক্টো ৫, ২০১৮ @ ২২:২৬
এসপিটি নিউজ, শালবনী, ৫ সেপ্টেম্বরঃ ফের হাতির দাপাদাপি শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৮ নম্বর গড়মাল অঞ্চলের একাধিক গ্রামে। এই সময়ে দলের সঙ্গে থাকা একটি হস্তিশাবকের মৃত্যু হয়। হাতির পাল মৃত হস্তিশাবককে দীর্ঘসময় ধরে ঘিরে থাকায় বন দফতর তার সৎ্কার করতে ব্যর্থ হয়। এরই মধ্যে হাতির পাল এলাকায় ক্ষেতের ফসল নষ্ট করেছে। স্থানীয় বাসিন্দারা হাতির হানার আতঙ্কে কাটাচ্ছেন।
বৃহস্পতিবার রাত থেকে ৩০টি হাতির পাল ঢুকে পড়েছে শালবনী এলাকায়। এখানকার গড়মাল অঞ্চলের গড়মাল, দহ, কদমডিহা, জগন্নাথপুর, পাথর কুমকুমি, শুশনিবাড়ি সহ আশপাশের এলাকায় হাতির হানার আশঙ্কায় রয়েছে মানুষজন।
একটি হস্তিশাবকের মৃত্যু হওয়ায় পরিস্থিতি আরও বেশি করে ভয়াবহ হয়ে উঠেছে। এর ফলে হাতির দল আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে। গড়মালের তসরআড়া এলাকায় হস্তিশাবকটির মৃতদেহ ঘিরে রাখে হাতির পাল। সেই সময় তার আশপাশে ঘেঁষতে পারেনি বন দফতরের কর্মীরা। পরে হাতিগুলি চলে মৃত শাবকটির ময়ান তদন্ত করে বন দফতরের এক প্রা্ণী চিকিৎসক। ঠিক হয় রাতে হস্তিশাবকটিকে দাহ সৎকার করা হবে।
কিন্তু দেখা যায় হাতিগুলি আশপাশেই ঘোরাফেরা করছে। তাই বন দফতর দাহ করতে পারেনি। সব মিলিয়ে নতুন করে আবারও এক আতঙ্ক দেখা দিয়েছে।
Published on: অক্টো ৫, ২০১৮ @ ২২:২৬