ডানা ছাঁটা হল শোভনের, দায়িত্ব বাড়ল শুভেন্দুর- মমতা জানালেন ঐতিহাসিক জনসভার কথাও

Main রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২০:৪০

এসপিটি নিউজ, কলকাতা, ৫ সেপ্টেম্বরঃ তৃণমূল ভবনে শুক্রবার দলের কোর কমিটির মিটিং-এর পর সাংবাদিক সম্মেলন করেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন দলীয় পর্যায়ে বেশ কিছু রদবদলের কথা। শোনালেন দুর্গাপুজো নিয়ে তাঁর ভাবনার কথা। জানালেন ১৯শে জানুয়ারি ব্রিগেডে দেশের বিজেপি বিরোধী ঐতিহাসিক জনসভার কথা। তবে সাংগঠনিক পর্যায়ে রদবদলে সবচেয়ে বড় দিক হল দক্ষিণ ২৪ পগনা জেলায় দলের সভাপতির পদ থেকে শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া। আবার পূর্ব, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলায় সাংগঠনিক পর্যায়ে শুভেন্দু অধিকারীকে বাড়তি দায়িত্ব দেওয়া। ফলে দলে আরও গুরুত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর।

তবে এদিনের বৈঠকে উল্লেখযোগ্যভাবে প্রশংসিত হলেন উত্তর ২৪ পগনা ও বীরভূম জেলের দুই সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, খুব ভাল কাজ করছেন এই দুই জেলের সভাপতি। এরপরই তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সভাপতিদের জ্যোতিপ্রিয় ও অনুব্রতকে অনুসরণ করার কথা বলেন। কিভাবে জেলা চালাতে হয় তা এদের দেখে আপনারা শিখুন। ওদের জেলায় আমাকে কখনও নাক গলাতে হয় না বলেও জানিয়ে দেন দলনেত্রী।

তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষয়ে ক্ষোভ চেপে রাখেননি তিনি। অনেকবার সতর্ক করা সত্ত্বেও শোভন চট্টোপাধ্যায় নিজেকে দল পরিচালনার কাজে শুধরাতে পারেননি। ফলে তাকে সরিয়ে জেলার নতুন সভাপতি করা হল শুভাশীষ চক্রবর্তীকে। তাঁকে সাহায্য করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।সঙ্গে থাকবেন শোভন চট্টোপাধ্যায়। একই সঙ্গে নদিয়া জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীকে অতিরিক্ত দায়িত্ব দিলেন।একই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সঙ্গে দুই মেদিনীপুরের অতিরিক্ত দায়িত্বও নেত্রী শুভেন্দু অধিকারীর উপর ন্যস্ত করলেন।

এখানেই শেষ নয়, ১৯শে জানুয়ারি ব্রিগেডের ঐতিহাসিক সভার অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করেছেন শুভেন্দু অধিকারীকে। সঙ্গে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

মমতা বলেন, ঐ ওইতিহাসিক জনসভায় আসার ব্যাপারে নিশ্চিত করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু থেকে শুরু করে দেশের সমস্ত বিজেপি বিরোধী দলের নেতা-নেত্রীরা। সারা দেশ থেকেই সমস্ত দলের নেতারা সেদিন হাজির হবেন ব্রিগেডে। কাশ্মির থেকে ওমর আব্দুল্লা যেমন থাকবেন, তেমনই থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও। থাকবেন লালুপ্রসাদ যাদবের ছেলে, থাকবেন মুলায়ম সিং পুত্র উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। আমন্ত্রণ জানানো হয়েছে রাহুল গান্ধীকেও। সিপিএম তৃণমূলের বিরুদ্ধে সারা বছর ধরে নানা কাজ করে যায়, তবু আমরা ইয়াদেরকেও ওই সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রণ জানানো হয়েছে বামপন্থী সমস্ত দলকে। একথ বলে মমতা বলেন, এ রাজ্য থেকে বিজেপি লোকসভা ভোটে যাতে একটি আসনও না জেতে সেব্যাপারে বিজেপি বিরোধী দলগুলিকে এক জোট হতে হবে। আর তা নিশ্চিত করতে হবে।বলেন মমতা। ছবি- এএনআই-ট্যুইটার

Published on: অক্টো ৫, ২০১৮ @ ২০:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 50 = 59