
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ৯, ২০১৮ @ ২৩:১৯
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৯ জানুয়ারিঃ মিড ডে মিল নিয়ে দুর্নীতির খবর এখন বাসি হয়ে গেছে। বাকি ছিল চুরির ঘটনার কথা। এবার সেটাও হয়ে গেল মেদিনীপুর এলাকায়। সেখানকার খাসজঙ্গল এলাকার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘ্রের তালা ভেঙে চোর মিড ডে মিলের যাবতীয় জিনিস ডাল, তেল, চিনি, ডিম নিয়ে পালাল। প্রধান শিক্ষিকা আজ মঙ্গলবার সকালে স্কুলে এসে দেখে সব হাওয়া হয়ে গেছে। খাবার না পেয়ে স্কুলের ৮০ জন পড়ুয়া ফিরে যায়।
মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি অঞ্চলের খাসজঙ্গল এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্কুলের প্রধান শিক্ষিকা মিতালী অধিকারী ও সহায়িকা মিঠু সাহা এসে স্কুলের দরজার তালা ভেঙে দেখে হকচকিয়ে যান। তারা কোতয়ালি থানায় খবর দেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ এসে তদন্ত করে। এদিন পড়ুয়ারা স্কুলে এসে খাবার না পেয়ে ফিরে যায়। বন্ধ থাকে পঠন-পাঠন।
চোর ধরার দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হন। পুলিশ আশ্বাস দিয়ে জানায় চোর শীঘ্রই ধরা পড়বে।
Published on: জানু ৯, ২০১৮ @ ২৩:১৯