Published on: জানু ১৮, ২০১৯ @ ২১:৩৮
এসপিটি নিউজ ডেস্কঃ আবারও স্বমহিমায় এম এস ধোনি। অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে পরপর তিনটি হাফ সেঞ্চুরি যার মধ্যে আবার একটি ইনিংসে ১১৪ বলে করা অপরাজিত ৮৭ রান তাঁকে নিয়ে এসেছে সকলের সামনে। আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি-এমএস।তিনটি ম্যাচে তাঁর অনবদ্য ইনিংস তাঁকে ম্যান অব দ্য সিরিজের শিরোপায় সম্মানিত করেছে। আর এমন ইনিংস খেলতে পেরে তিনি খুব খুশি। এতততা যে তিনি বলে দিয়েছে মিডল অর্ডারের যে কোনও জায়গাতেই খেলার জন্য তিনি প্রস্তুত আছেন।
সিডনিতে ভারত ম্যাচ হারলেও পরের অ্যাডিলেড ম্যাচে ধোনি ৫ নম্বরে নেমে দলকে জিতিয়ে নিয়ে এসেছেন। ৫৫ বলে তাঁর অপরাজিত ৫৪ রানের ইনিংস ভারতকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে। এরপর তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচে মেলবোর্নে ধোনি ৪ নম্বরে নেমে দেখালেন তাঁর ক্যারিশ্মা। যদিও এই ম্যাচে ভাগ্য তাঁর সহায় ছিল। কেননা এদিন যথাক্রমে ০ ও ৭৪ রানের মাথায় অস্ট্রেলিয়া তাঁর ক্যাচ ফস্কায়। ফলে দু’বার প্রাণ ফিরে পান তিনি। এরপর যা হল তা তো এখন ইতিহাস। এই প্রথম উপমহাদেশের কোনও দল অস্ট্রেলিয়ায় “ডবল গোল্ড” অর্জন করার কৃতিত্ব লাভ করল। অর্থাৎ টেস্ট ও একদিনের সিরিজ জিতে নিল ভারত।
ধোনি বলেন, “এটি একটি ধীর উইকেট ছিল, তাই ইচ্ছেমতো চালাতে পারা সম্ভব ছিল না।ঠিক তেমনই আমি ঠিক করেছিলাম ওদের প্রধান বোলাররা কিরকম বল করে সেটার অপেক্ষায় থাকা। আমাদের দরকার ছিল রান। তাড়াহুড়ো করার দরকার ছিল না। আমার সঙ্গে কেদার যাদবের একটা বোঝাপড়া ছিল। আমরা আমাদের একটা গেম প্ল্যান অনুযায়ী খেলে গিয়েছি। ও আমাকে সাহায্য করে গিয়েছে। মাঝেমধ্যে ও কিছু অসাধারণ শট নিয়েছে যা ওদের উপর চাপ সৃষ্টি করে।”
Published on: জানু ১৮, ২০১৯ @ ২১:৩৮