মা-মাটি-মানুষের পিছনে আসলে সিন্ডিকেটঃ মেদিনীপুরে তোপ মোদির

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                 

Published on: জুলা ১৬, ২০১৮ @ ২১:০৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৬ জুলাইঃ কৃষকরাই ছিল এই সভার মূল লক্ষ্য। তাদের কথা ভেবে তাদের স্বার্থেই আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের কলেজ ময়দানে এই সভা। নাম দেওয়া হয়েছিল কৃষক কল্যান সভা। বিজেপি-র উদ্যোগে আয়োজিত এই সভায় মুখ্য বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই সভায় বক্তব্য রাখতে উঠে রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত মা-মাটি-মানুষের সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। দেশের প্রধানমন্ত্রী হয়ে এ রাজ্যে এসে সেই রাজ্যের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন নরেন্দ্র মোদি, বললেন-“মা-মাটি-মানুষের পিছনে চলছে এ রাজ্যে সিন্ডিকেট রাজ, যারা নতুন কিছু নির্মাণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়ে থাকে।”

ঠিক কি কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ

১) মা-মাটি-মানুষের পিছনে আসলে চলছে সিন্ডিকেট, তা মানুষ এতদিনে জেনে গেছে।

২) এই সিন্ডিকেট হল-ক)কৃষকের লাভের অংশ ছিনিয়ে নেওয়ার মাধ্যম, খ)এই সিন্ডিকেট হল বিরোধীদের হত্যাকরতে ষড়যন্ত্র করার মাধ্যম, গ)এই সিন্ডিকেট হল গরিবের উপর অত্যাচার করার মাধ্যম, ঘ)এই সিন্ডিকেট হল তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ানোর মাধ্যম।

৩) এই সিন্ডিকেটের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে কোনও কিছু করা খুব মুশকিল।

৪)নতুন স্কুল, নতুন হাসপাতাল, নতুন রাস্তা, নতুন কোম্পানি খুলতে গেলে আগে সিন্ডিকেটকে খুশি করতে হবে।

৫)কোথা থেকে সিমেন্ট, ইট, বালি কিনবেন তাও ঠিক করে দেবে এই সিন্ডিকেট।

৬)ছোট কিংবা বড় ব্যবসায়ী আজ এ রাজ্যে সব সিন্ডিকেটের অধীন।

৭) একদা বন্দেমাতরম, জনগণমনধিনায়ক-র পবিত্র ভূমি আজ কলঙ্কিত হয়েছে রাজনীতির সিন্ডিকেটে।

সিন্ডিকেট বিনা এখানে কোনও কিছুই সম্ভব নয়। বলেন মোদি।তিনি আরও বলেন-

১) বাংলার মানুষের সাহস আছে। তারা যেভাবে সিপিএম-কে সরিয়েছে সেই সাহসী বাংলার মানুষ এবার এদেরও সরিয়ে দেবে।

২) আজ এখানে এত বড় দুর্ঘটনার পরও যেভাবে মানুষ এখানে ধৈর্য্য ধরে বসে আছেন তা দেখে আমি সত্যি মুগ্ধ।

৩) তাই আমি বাংলার মানুষকে প্রণাম জানাই। প্রণাম জানাই বাংলার বিজেপি-র নেতৃত্বকে।

৪) পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের এত হিংসা আর অত্যাচার সত্ত্বেও যেভাবে মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে তা আমাকে মুগ্ধ করেছে। আমি সত্যি আজ তাদের প্রতি কৃতজ্ঞ।

৫) বাংলার মানুষ হতাশা নয় সাহসের সঙ্গে এগিয়ে চলেছে। এই সাহস থাকলে তারা এই সিন্ডিকেট ঠিক ভেঙে দেবে। ছবি সৌজন্যেঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস  

Published on: জুলা ১৬, ২০১৮ @ ২১:০৯

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 + = 94