ঝড়ের মধ্যে বেরিয়ে গরু আনতে গিয়ে শেষে বজ্রপাতে প্রাণ গেল মালিকের

আবহাওয়া রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ০৮:৩৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ এপ্রিলঃ প্রবল ঝড়ের মধ্যে ঘর থেকে বেরিয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির। মৃতের নাম বাবলু পাখিরা(৪৫)। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশ্চাবড়ি রামপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে প্রচন্ড ঝড় শুরু হয়। বাবলু পাখিরার বাড়ির গরু তখন মাঠে। সেই গরু আনতে বাওলু তখন পড়িমড়ি করে ছোটে মাঠে। উদ্দেশ্য গরুকে নিয়ে ফেরা। কোনওরকমে গরুকে মুক্ত করে। গরুটি বাধন্মুক্ত হয়ে ছুটতে ছুটতে বাবলুদের বাড়ি পৌঁছে যায়। কিন্তু ফেরে না বাবলু। কোথায় গেল সে। ততক্ষনে ঝড় থেমে গেছে। বাড়ির লোকজন মাঠে গিয়ে দেখে যে গরুর দড়ি ছেঁড়া অবস্থায় পরে আছে। এক পাশে ঝলসে যাওয়া বাবলুর নিথর দেহ।

বাড়ি থেকে কিছুটা দুরে মাঠে গুরু আনতে যায়।বাড়ি থেকে বেরোনোর পরই বজ্রপাত ও বৃষ্টি হতে থাকে। বৃষ্টির পরই গরু বাড়িতে চলে এলেও বাবলু বাড়ি ফিরতে পারেনি।বজ্রপাতে শরীরের অনেক জায়গায় পুড়ে ঝলসে গেছে।

দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন।পরিবারের দাবি- ততক্ষণে মাঠেই মারা গেছে বাবলু পাখিরা।ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গ্রামে গিয়ে মৃতদেহ চন্দ্রকোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এই ঘটনায় পরিবারে শোকের ছায়া।

Published on: এপ্রি ২২, ২০১৯ @ ০৮:৩৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4