
Published on: নভে ২৬, ২০১৮ @ ২৩:৩২
এসপিটি নিউজ ডেস্কঃ গুজরাটের গোধরাতে এক মানুষখেকো চিতাবাঘকে গুলি করে মারার জন্য বন বিভাগ সরকারের কাছে অনুমতি চাইল। এই চিতাবাঘের আতঙ্কে গোধরা ও তার আশপাশের মানুষজন সন্ত্রস্ত। স্থানীয় মানব বস্তি এলাকায় এই মানুষখেকো বাঘটি হামলা চালানোর পর বন বিভাগ এই অনুমতি চেয়েছে। ইতিপূর্বে ঐ মানুষখেকোর আক্রমনে স্থানীয় এক যুবতীর মৃত্যু হয়েছে। কিছুদিন আগে মহারাষ্ট্রে এক মানুষখেকো বাঘকে বন বিভাগ গুলি করে হত্যা করেছিল।
মধ্য গুজরাট গোধরার জঙ্গলে এক মানুষখেকো চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে। যাকে ঘিরে আশপাশের মানুষজন প্রচন্ড ভীত। মানববস্তিতে তিন-চার বার চিতাবাঘটি হানা দেওয়ায় তার উপর আবার গত কাল এক যুবতীর ওই মানুষখেকো বাঘের শিকার হওয়ায় বন কর্মীরা দলে ভাগ হয়ে মানুষখেকোটির সন্ধানে তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে চিতাবাঘটিকে হত্যা করার জন্য সরাকারের কাছে অনুমতিও চেয়েছে বন দফতর।
গত মাসে মহারাষ্ট্রের যবতমালে এক মানুষখেকো বাঘকে বন দফতর হত্যা করেছিল। বাঘটি ১৩জন লোককে হত্যা করেছিল।মানুষের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করেই বন দফতর সরকারের কাছে বাঘটিকে হত্যা করার অনুমতি চেয়েছে। ছবি-গুগল
Published on: নভে ২৬, ২০১৮ @ ২৩:৩২