
Published on: জানু ১, ২০১৯ @ ১৭:১৮
এসপিটি নিউজ, নৈহাটি, ১ জানুয়ারিঃ এক কথায় অভূতপূর্ব। অনবদ্য। অসামান্য কাজ। নৈহাটির শিক্ষাঙ্গনে এক নয়া ইতিহাস রচনা হতে চলেছে নতুন বছরের শুরুতে। আগামিকাল অর্থাৎ ২রা জানুয়ারি নৈহাটি মাদার্স ল্যাপ-এর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে। যা এতদিন স্বপ্নই ছিল। এর পিছনে অবশ্যই প্রশংসা প্রাপ্য নৈহাটির জনপ্রিয় ও এলাকার বাসীর প্রিয় বিধায়ক পার্থ ভৌমিকের। বিধায়ক হয়ে তিনি যেভাবে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস্র সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরে সারা বছর মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছেন তা এতদিনে সকলেই জ্ঞাত হয়েছেন। তাঁর কাজে যে স্বয়ং মুখ্যমন্ত্রী খুশি সেটাও দলের একাধিক বিধায়ক থেকে শুরু করে মন্ত্রী পদাধিকারীর কথাতেও স্পষ্ট হয়ে গেছে।
আগামিকাল বেলা ১০টা নাগাদ নৈহাটি মাদার্স ল্যাপ-এর শুভ উদ্বোধন হতে চলেছে। এই সঙ্গে নৈহাটির শিক্ষাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। এই শিক্ষাকেন্দ্রটির শুভ সুচনা করতে উপস্থিত থাকবেন ব্যারাকপুরের মহকুমা শাসক আব্দুল কালাম আজাদ ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নৈহাটির জনপ্রিয় বিধায়ক ও রাজ্য বিধানসভার পরিষদিয় সচিব পার্থ ভৌমিক।
“মাদার্স ল্যাপ” এমনই এক শিক্ষাঙ্গন যেখানে শিশু মনের সুপ্ত বিকাশ লাভ করবে। যেখানে হাতেওকলমে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে শিশুদের হাতেকলমে খালার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। ইংরাজি মাধ্যমের এই শিক্ষাঙ্গনে এলে শিশুর মন হবে আনন্দময়-হাসিখুশি। যা শিশুদের বড় হয়ে ওঠার ক্ষেত্রে সহায়ক হয়ে উঠবে। সারা দেশে এধরনের স্কুল অনেক আছে। এতদিন নৈহাটিতে এর অভাব ছিল। অবশেষে এখানে তাও পূরণ হয়ে চলেছে।আর তা হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের জন্যই। একজন বিধায়ক একজন সাংসদ পারেন গোটা এলাকাকে বদলে দিতে যদি তাঁর সেই সদিচ্ছা থাকে, যেটা সবসময় বলে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর নির্দেশিত পথ ধরেই নৈহাটির উন্নয়নে ব্রতী হয়েছেন বিধায়ক।
রাজ্যের বিধায়কদের মধ্যে বিশেষ করে শাসক দলের যে সমস্ত বিধায়ক এমনকী সাংসদ আছেন তাদের কাজের খতিয়ান নিয়মিত পর্যবেক্ষন করে থাকেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইদানীংকালে তাঁর বিচারে যে সমস্ত বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা প্রথম সারিতে উঠে এসেছেন তাঁর মধ্যে অবশ্যই আছেন নৈহাটির তরুন বিধায়ক পার্থ ভৌমিক। নৈহাটি বাসী জেনে খুশি হবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের প্রিয় বিধায়ককে ভাল কাজ করার জন্য যোগ্য সম্মান দিতেও পিছপা হয়নি।
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভায় অদলবদল ঘটেছে। দু’জন নতুন মন্ত্রী হয়েছে। যাঁদের মধ্যে একজন হলেন সুজিত বসু। যিনি আগে রাজ্য বিধানসভার পরিষদীয় সচিবের দায়িত্বভার সামলাতেন। যে পদটি মন্ত্রী পদের চেয়ে কোনও অংশেই কম নয়। সুজিত বসু মন্ত্রী হয়ে যাওয়ায় ওই পদটি কে পাবেন তা নিয়ে অনেক নাম শোনা যাচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলেন এই পদটির জন্য যোগ্য লোক-তিনি হলেন তাঁর অত্যন্ত স্নেহধন্য নৈহাটিবাসীর কাছের বিধায়ক পার্থ ভৌমিক।বর্তমানে রাজ্য বিধানসভার পরিষদীয় সচিব তিনি।
বিধায়ক হিসেবে বারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি কাজ হয়েছে বলার চেয়ে বলা ভাল ঐতিহ্যশালী নৈহাটির পুরনো রুগ্ন রূপকে মুছে দিয়ে আবার বাংলার এই প্রাচীন শহরকে তাঁর শ্রী ফিরিয়ে দেওয়ার কাজে ব্রতী হয়েছেন পার্থ ভৌমিক। শিক্ষা-সংস্কৃতির এই প্রাচীন শহর যাতে আবারও দেশের মধ্যে তার হৃত গৌরব ফিরে পায় সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন কাজপ্রিয় মুখ্যমন্ত্রীর স্নেহধন্য এই বিধায়ক।
Published on: জানু ১, ২০১৯ @ ১৭:১৮