মহিষ উৎসব ‘সদর’- দীপাবলীর দ্বিতীয়দিনে আজ এ নিয়েই মেতেছে গোটা হায়দ্রাবাদ

দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ৭, ২০১৮ @ ১৭:২৮

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতে গোটা দেশ জুড়ে মহা সমারোহে পালিত হচ্ছে দীপাবলী উৎসব। সেই উৎসবের মাঝেই আবার আর এক উৎসব। হায়দ্রাবাদের মানুষ মহিষকে সাজিয়ে তাদের নিয়ে অভিনব উৎসবে মেতে ওঠেন। পর্যটকদের কাছে যা খুবই আকর্ষনীয়। হায়দ্রাবাদের যদব কমিটি এই উৎসবের আয়োজন করেছে, যার নাম ‘সদর’।আজ বুধবার এই উৎসবে মেতে উঠেছে গোটা হায়দ্রাবাদ।

কি হয় এই উৎসবে? সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বিভিন্ন রকমের মহিষকে সাজানো হয়। তাদের শিঙ রঙ করা হয়, তাদের গয়না পড়ানো হয়, তারপর তাদের সাজিয়ে রাস্তা দিয়ে শৃঙ্খলাপরায়নভাবে প্যারেড করিয়ে নিয়ে যাওয়া হয়। যা দাঁড়িয়ে দেখার মতো। এই সময় বহু মানুষ ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে তেলেগু ফিল্মের গানের তালে নাচতে থাকেন। এরপর মহিষগুলিকে দর্শকদের সামনে উপস্থিত করা হয় বিনোদনের জন্য।

যেখানে ঠিক হয় কোন মহিষ সব চেয়ে সুন্দর। কার কত দক্ষতা। এখানে অংশ নেওয়া রাজা হরিয়ানা থেকে ১২বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। এর সঙ্গে আছে হায়দ্রাবাদের শাহেনশা,- যার ওজন ১৬০০ কেজি। এছাড়াও আছে ধারা। যে এবারের উৎসবের মূল আকর্ষণ হতে পারে।মনে করছে কমিটির লোকজন।

উৎসবের অন্যতম আয়োজক হরিবাবু যাদব এএনআই-কে জানান, “মহিষ উৎসব একমাত্র হায়দ্রাবাদেই পালিত হবে। এখানে এই উৎসব ১০০ বছর ধরে হয়ে আসছে। এই উৎসবের মূল আকর্ষণ হল বিভিন্ন জায়গা থেকে হায়দ্রাবাদে ভাল ভাল মহিষ নিয়ে আসা হয়। এই প্রথম আমরা যুবরাজকে কিনে এনেছি, যে হরিয়ানা থেকে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হয়েছে। এর পর আমরা কিনে আনি মহারাজা এবং এবার আমরা সকলের সঙ্গে পরিচিত করাব যুবরাজের পুত্র ধারাকে। রাজাও এবার সকলের সঙ্গে পরিচিত হবে। সেও ভারতে ১২বার চ্যাম্পিয়ন হয়েছে।”

জানা গেল-এইসব মহিষদের রক্ষনাবেক্ষন করতে অনেক কসরত হয়। আয়োজকদের কথা অনুযায়ী-শাহেনশাকে ২৫লিটার দুধ, এক কিলো শুকনো খাবার এবং ফল এবং ৫০ থেকে ১০০টি আপেল খাওয়াতে হয় প্রতিদিন। তাকে প্রতিদিন এরপর ৫ কিলোমিটার রাস্তা হাঁটানো হয়।

এদের প্রসবের বিশেষ ব্যবস্থাও আছে। আয়োজকদের কথায়- শাহেনশার দাম উঠেছিল ২৫ কোটি টাকা। কিন্তু আমরা তাকে বেচতে রাজী হয়নি। রাজাকে বিক্রির জন্য দাম উঠেছিল ২০ কোটি টাকা জয়পুর মার্কেটে। ধারাকে কেনার জন্য একজন ১৫ কোটি টাকা দিতে চেয়েছিল কিন্তু ধারার মালিক তাকে বেচতে রাজী হয়নি।

স্থানীয় ভাষায় দন্নুপথুলা পান্ডুগা, এই উৎসব প্রতিবছর দীপাবলীর দ্বিতীয় দিনে পালিত হয়ে থাকে সারা দক্ষিণ ভারতে।

Published on: নভে ৭, ২০১৮ @ ১৭:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =