মহিলাদের অলঙ্কার, কার্পেট, ব্যাগ, পাটের তৈরি জিনিস, সহ আরও কত কী-কিনতে চান, চলে আসুন রায়গঞ্জের সবলা মেলায়

Main ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, রায়গঞ্জঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলাকে এগিয়ে নিয়ে যেতে। তাই তো প্রথমবার সরকারের ক্ষমতায় এসেই জোর দিয়েছিলেন এ রাজ্যের কৃষ্টি-সংস্কৃতিকে তুলে ধরতে। তারি অঙ্গ হিসেবে শুরু করেছিলেন সবলা মেলা। যে মেলার মাধ্যমে সেখানকার সৃষ্টি সকলের পউঁছে দেওয়া সম্ভব হবে। ১ ডিসেম্বর থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ষ্টেডিয়ামে শুরু হয়েছে সবলা মেলা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার উদ্বোধন করেন জেলাশাসক আয়েষা রাণী। ৪২ টি স্টল রয়েছে এবছরের সবলা মেলায়। সেখানে ৬৮ টি স্বনির্ভর দলের সদস্যরা তাদের হাতে তৈরি রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন। ঘর সাজানোর বাঁশের তৈরি নানা ধরনের জিনিস, হাতে তৈরি মহিলাদের অলঙ্কার, কার্পেট, ব্যাগ, পাটের তৈরি জিনিস, টেরাকোটার নানা কাজ থেকে শুরু করে পাপড়, আচার, বড়ি সহ সুস্বাদু খাওয়ারের স্টল.. কি নেই এই মেলায়। এমনকি জেলার গর্ব তুলাইপাঞ্জি চাল শোভা বাড়িয়েছে এই মেলার। ক্রেতাদের আনাগোনায় জমজমাট মেলা প্রাঙ্গণ। মেলা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 46 = 55