Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২৩:৫৮
এসপিটি নিউজ ডেস্কঃ অবশেষে সবার পিছনে থেকে আগে পথ দেখাল মধ্যপ্রদেশ। কংগ্রেস যে তিনটি রাজ্যে সরকার গঠন করতে চলেছে তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল মধ্যপ্রদেশে। অথচ তারাই দেখাল কিভাবে নেতা বাছতে হয়। কিভাবে সরকার গঠনে তৎপর হতে হয়। রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জলঘোলা হয়ে চলেছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত সমস্যা মেটেনি। কিন্তু মধ্যপ্রদেশে সেই সমস্যা অনায়াসে মিটে গেল। কিন্তু এটা এত সহজে হয়নি। এখানে কমলনাথ তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। আজ তার ফলই তিনি পেয়েছেন।
কমলনাথকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে মধ্যপ্রদেশের মানুষ খুশি। এদিন রাতে দেখা গেল সকলেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে তাঁকে দল মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ায় রাজ্যের আর এক তরুন নেতা মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে ধন্যবাদ জানান তিনি। যদিও জ্যোতিরাদিত্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানাননি। তিনি সেখান থেকে বেরিয়ে যান।
রাজীব গান্ধীর বন্ধু কমলনাথ ৩৪ বছর বয়সে প্রথম সাংসদ নির্বাচিত হন। এরপর ন’বার সাংদ নির্বাচিত হয়েছেন। কেন্দ্রে মন্ত্রীও হয়েছেন কংগ্রেসের এই প্রবীণ নেতা। মধ্যপ্রদেশের মানুষের বিশ্বাস ও আশা- তাদের নয়া মুখ্যমন্ত্রী কৃষকদের ঋণ মুকুব করবেন এবং বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দেবেন।
Published on: ডিসে ১৩, ২০১৮ @ ২৩:৫৮