
Published on: নভে ৯, ২০২০ @ ২১:২৯
এসপিটি নিউজ: বিহার বিধানসভার ভোট পর্ব মিটতেই এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন।ইতিমধ্যে কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির কাজে হাত দিয়েছে।সেই অনুযায়ী সংশোধন ও সংযোজন বিষয়ে সব রাজনৈতিক দলের মতামত জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএমের রবীন দেব, বিজেপির জয়প্রকাশ মজুমদার, কংগ্রেসের ঋজু ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন।এদিনের বৈঠকে সব রাজনৈতিক দলই ত্রুটিপূর্ণ ও নির্ভুল ভোটার তালিকা প্রকাশের উপর জোর দিয়েছে এবং একমত হয়েছে।
নতুন ভোটাররা যাতে ভোটার তালিকায় নাম তুলতে কিংবা কোনও ভোটার যাতে ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে অসুবিধায় না পড়েন সেটা দেখতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন আগামী ১৩ জানুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ করবে বলে জানানো হয়েছে।
Published on: নভে ৯, ২০২০ @ ২১:২৯