এখন দেশীয় পর্যটকদের অপেক্ষায় ‘প্যালেস অন হুইলস’

দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ৯, ২০২০ @ ১৬:৪০

এসপিটি নিউজ:  পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রাজস্থানের বিলাসবহুল ট্রেন ‘প্যালেস অন হুইলস’ বা POW নিজের চাহিদা বদলাতে বাধ্য হয়েছে। এতদিনে যে বিদেশি পর্যটকদের মুখ চেয়ে বসে থাকত এখন সে আজ দেশীয় পর্যটকদের দিকে তাকিয়ে আছে। রয়েছে অপেক্ষায়। কারণ, কোভিড-19 মহামারী বিদেশি পর্যটকদের আগম বন্ধ করে দেওয়াতে POW  চালু রাখতে এখন দেশীয় পর্যটকদের উপরেই নির্ভর করে থাকতে হচ্ছে।

বদলেছে চাহিদা

সেই 1982 সাল থেকে শুরু করে প্রায় চার দশক ধরে বিলাসবহুল ‘প্যালেস অন হুইলস’ নামে বিখ্যাত এই ট্রেনটি বিদেশি পর্যটকদের উপরেই নির্ভরশীল ছিল। এদেরকে রাজা-রানীর মতো মনে করত। কিন্তু কোভিড-19 মহামারী শুরু হতেই মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই এই ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিল।তাই এখন পুনরায় এই ট্রেন পরিষেবা চালু রাখতে POW আগ্রার তাজমহল সহ রাজস্থানের ঐতিহাসিক ল্যান্ডমার্কস এবং বন্যজীবনের মধ্য দিয়ে ভ্রমণের স্বাদ দিতে দেশীয় পর্যটকদের কাছে পেতে চাইছে।

রাজস্থান পর্যটন বিভাগের উদ্যোগ

এ ব্যাপারে অবশ্য চুপ করে বসে নেই রাজস্থান পর্যটন বিভাগ। রাজস্থান পর্যটন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি এবং রাজস্থান ট্যুরিজম ডেভেল্পমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অলোক গুপ্তা জানিয়েছেন-“আমরা ট্রেনটি পুনরায় চালু করার বিষয়ে বুকিং এজেন্টদের সাথে একটি কথপোকথন শুরু করেছি। যেহেতু দেশীয় পর্যটকদের কাছে পৌঁছানোর দিকে মনোনিবেশ করা হচ্ছে, তাই আমাদের জন্য একটি নতুন কৌশল দরকার যেখানে নমনীয় ভ্রমণপথ, মূল্য নির্ধারণ এবং বিপণন সরবরাহ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।”

গুপ্ত আরও যোগ করেন, “আমরা বেশ কয়েকটি দিক নিয়ে কাজ করব, তবে বিশদ বিবরণ নিতে সময় লাগবে।”

কলকাতার আধিকারিক আশাবাদী

কলকাতায় রাজস্থান পর্যটন বিকাশ নিগমের ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নু সংবাদ প্রভাকর টাইমস-কে জানান- “রাজস্থান পর্যটন বিভাগ কোভিড-19 মহামারীর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। ‘প্যালেস অব হুইলস’ নিয়ে আমাদের প্রয়াস চলছে। এবার দেশীয় পর্যটকদের নিয়েই ছুটবে এই বিলাসবহুল ট্রেন। তারাও লাভ করবেন ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা।আশা করা যায় POW আবার তার নিজের জায়গায় পৌঁছতে পারবে।”

Published on: নভে ৯, ২০২০ @ ১৬:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + = 7