
এসপিটি নিউজ ডেস্কঃ ক্রিকেটে অঘটন নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু তাই বলে এমনটা হবে। ভারতের মতো শক্তিশালী ক্রিকেট খেলিয়ে দেশের মেয়েদের এমন কীর্তি-মাত্র ২ রান করে অল আউট গোটা দল!
হ্যাঁ, এমনটাই ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুরে। সেখানকার জে কে সি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নক আউট টুর্নামেন্টে এমনই কীর্তি গড়েছেন নাগাল্যান্ডের মহিলা ক্রিকেট দল। মাত্র ১৭ ওভার ব্যাট করে তোলে মাত্র ২ রান। ৯ জন খেলোয়াড়ই ফেরে শূণ্য হাতে। নাগাল্যান্ডের খেলোয়াড় একমাত্র মেনকার ব্যাট থেকে আসে মাত্র এক রান।আর অপর রান আসে বিপক্ষ দল কেরলের দিক থেকে। ওই দলের অ্যালেনা সুরেন্দ্রানের ওয়াইড বল থেকে আসে আরো একটি রান।ব্যাট করতে নেমে প্রথম বলেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় কেরালা। নাগাল্যান্ডের বোলার দীপিকা কেয়েইন্তুরা প্রথম বলটি ওয়াইড করেন। পরের বলেই অংশু এস রাজু বাউন্ডারি মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেরলা।