ভারতের ৩৫২ রান তাড়া করতে নেমে ৩৬ রান বাকি থাকতেই থেমে গেল অষ্ট্রেলিয়ার লড়াই

Main খেলা দেশ বিদেশ
শেয়ার করুন

ভারত ৩৫২/৫ (৫০.০)

অষ্ট্রেলিয়া ৩১৬ অল-আউট

ম্যান অব দ্য ম্যাচ- শিখর ধাওয়ান

Published on: জুন ৯, ২০১৯ @ ২৩:৪৮

এসপিটি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ অষ্ট্রেলিয়াকে ৩৫৩ রানের টার্গেট দিয়েছিল। কিন্তু ৩৬ রান বাকি থাকতেই শেষ ওভারে এসে নিজেদের সব কটি উইকেট হারিয়ে পরাজিত হয়ে গেল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের শিখর ধাওয়ান।

এদিনের ম্যাচে বুমরাহ ও ভুবনেশ্বরকুমার উভয়েই ৩টি করে উইকেট তুলে নেন। তবে আগের দিনের মতো এদিনও বুমরাহ প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন। এদিন তিনি ১০ ওভার বল করে একটি মেডেন ওভার পান। ৬১টি রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট।

শিখর ধাওয়ান এদিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১৭তম সেঞ্চুরি করে ফেললেন। সেই সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি করে ফেললেন। ১০৯টি বল খেলে ১১৭ রান করেন তিনি। দলনেতা বিরাট কোহলিরে সঙ্গে জুটি বেঁধে ৯৩ রানের জুটি বেধে ফেলে।

এদিন ভারতের কাছে পরাজিত হতেই টানা ১০টি একদিনের ক্রিকেটে অপ্রতিরোধ্য থাকার পর ১১তম ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিজয়রথ থেমে গেল।

এপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত মোট চারবার জিতেছে।১৯৮৩ সালে চেমসফোর্ডে ১১৮ রানে, ১৯৮৭ সালে দিল্লিতে ৫৬ রানে, ২০১১ সালে আহমেদাবাদে পাঁচ উইকেটে, ২০১৯ সালে ওভালে ৩৬ রানে পরাজিত হয়েছে অষ্ট্রেলিয়া।

বিশ্বকাপে প্রথম বার অষ্ট্রেলিয়া রান তাড়া করতে গিয়ে ১৯৯৯ সালে লিডস-এ পাকিস্তানের কাছে হেরে যায়।

Published on: জুন ৯, ২০১৯ @ ২৩:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

55 − = 49