
Published on: জানু ২৫, ২০১৯ @ ২৩:৪৪
এসপিটি নিউজ ডেস্কঃ প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে “ভারতরত্ন” সম্মান প্রদান করার কথা ঘোষণা করেছে ভারত সরকার। একই সঙ্গে আরও দুইজনকে মরনোত্তর ভারতরত্ন দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। তাঁরা হলেন- সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও রাজনীতিক নানাজি দেশমুখ।
এই খবর পাওয়ার পর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক ট্যুইট-এ জানিয়েছেন-“দেশবাসীর প্রতি আমার বিনম্রতা ও কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গেই আমি এই মহান সম্মান গ্রহণ করছি। আমি সবসময় বলে এসেছি এবং এখনও বলছি যে আমি দেশকে যত না দিয়েছি দেশের মানুষ এর চেয়ে অনেক বেশি আমাকে সম্মান দিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান-“প্রণবদা আমাদের সময়কার এক উজ্জ্বল রাজনেতা। তিনি নিঃস্বার্থভাবে সমানে দেশের সেবা করে গিয়েছেন। তিনি দেশের উন্নয়নে এক দৃঢ় ছাপ ফেলে গেছেন। আমি অত্যন্ত খুশি যে প্রণবদা ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন।”
প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বলেন-“এটা আমাদের পরিবারের কাছে অত্যন্ত গৌরবের।” প্রণববাবুর পুত্র সাংসদ অভিজিত মুখোপাধ্যায় বলেন-“বাবার কাজের জন্য দেশ তাঁকে এই বিরল স্মমান দিয়েছে। সরকার রাজনীতিক বিচারধারার উর্দ্ধে উঠে এই সিদ্ধান্ত নিয়েছে। ৫০ বছরের সার্বজনিক জীবনে বাবা অনেক কাজ করেছেন।”
Published on: জানু ২৫, ২০১৯ @ ২৩:৪৪