ভাবা যায়! ক্যানিং-এ আজ ৩৬ কেজি ওজনের তেলেভোলা’র নিলাম কত উঠল জানেন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: জানু ১২, ২০১৮ @ ২১:৩৮

এসপিটি নিউজ, ক্যানিং, ১২ জানুয়ারিঃ সোনা, বাড়ি, গাড়ি নিলামের খবর আকছার পাওয়া যায়। তাই বলে মাছও উঠল নিলামে! অবাক সকলে।তাও আবার দাম ছাড়াল লাখ ছাড়িয়ে দু’লাখের কাছাকাছি। ক্যানিং-এর মাছের আড়তে ৩৬ কেজি ওজনের এক তেলেভোলা মাছকে ঘিরে শুক্রবার সন্ধ্যায় রীতিমতো হুলস্থূল পড়ে গেল। অবশেষে কলকাতার এক মৎস্যজীবী মাছটিকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় কিনে নিয়ে গেলেন।

পশ্চিমবঙ্গে দুটি মৎস্যবাজারের দিকে কলকাতার মৎস্যজীবীদের সবসময় নজর থাকে। এক হল, দিঘা আর দুই হল ক্যানিং। আজ শুক্রবার সন্ধ্যাটা ছিল ক্যানিং-এর। সন্ধ্যা থেকেই ক্যানিং-এর মাছের আড়ত গমগম করতে শুরু করে। বিষয় ৩৬ কেজি ওজনের এক তেলেভোলা মাছ।মাছের গা খুব তেলতেলে। দেখতেও প্রকাণ্ড। স্থানীয় মৎস্যজীবী বিদ্যুৎ সিট বলেন, গতকাল ১১ জানুয়ারি সুন্দরবনের হলদিবাড়ি নদীতে জাল ফেলার সময় আচমকা এই তেলেভোলা মাছটি জালে জড়িয়ে যায়। সাধারণত এই ধরনের মাছ সমুদ্রে থাকে। খুব কম পাওয়া যায় সুন্দরবনের নদীগুলিতে।কোনও কারণে মাছটি নদীতে চলে এসেছে হয়ত মোহনা দিয়ে।প্রথমে খুব ভারী হচ্ছে দেখে সকলের কৌতূহল হয়। অবশেষে দেখা যায় জালে জড়িয়েছে প্রকাণ্ড তেলেভোলা।মাছটিকে শুক্রবার সন্ধ্যায় ক্যানিং মাছঘাটে কল্যান দাসের আড়তে নিয়ে আসা হয়। সেখানে ওজন করে দেখা হয় মাছটির ওজন হয়েছে ৩৬ কেজি। আগে থেকে নিলামের বন্দোবস্ত করা হয়েছিল সেই মতো কলকাতা থেকে মৎস্যজীবীরাও প্রস্তুত হয়ে এসেছিলেন।

নিলামে মাছটির দাম কেজিতে পাঁচ হাজার টাকা ওঠে। সেই হিসেব অনুযায়ী মাছটির দাম দাঁড়ায় ১ লক্ষ ৮০ হাজার টাকা। অবশেষে নিলাম জিতে নেয় কলকাতার এক মৎস্যজীবী। যে পাঁচ মৎস্যজীবী হলদিবাড়ি থেকে মাছটিকে জালে তুলেছিলেন এমন দাম পেয়ে তারাও খুব খুশী। তাদের কথায়, মাছ ধরার জন্য আমাদের যে পরিশ্রম, সময়, অর্থ খরচ হয়েছে এই দাম পাওয়ায় তা আমাদের পুষিয়ে গেল।

Published on: জানু ১২, ২০১৮ @ ২১:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − = 84