ভাটপাড়ায় ১৪৪ ধারা জারি করল নির্বাচন কমিশন

রাজ্য
শেয়ার করুন

Published on: মে ২০, ২০১৯ @ ২১:১৬

এসপিটি নিউজ, ভাটপাড়া, ২০ মে: ভোট মিটলেও হিংসা থামেনি ভাটপাড়ায়।আর তাই নির্বাচনের পরেও রেখে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে ১৪৪ ধারা জারি করা হল।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে এই আইভ বলবৎ আগামী বেশ কয়েকদিন। এলাকায় এক স্থানে ৪ জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। এলাকায় দিন-রাত টহল দেবে আধা সেনার বাহিনী।

গত পরশু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া বিধানসভা এলাকা। সেদিন রাতেই এলাকায় তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি গাড়িতে। ভোটের দিনেও হিংসা অব্যাহত থাকে এলাকায়। সেখানে সমানে বোমাবাজি চলতে থাকে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

নিররাচনের পরও সোমবার কাঁকানাড়ার আর্যসমাজ এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। এলাকা থমথমে। টঠল দিচ্ছে আধা সেনার বাহিনী। এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশন প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক অজয় নায়েক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এলাকায় প্রশাসনিক নজরদারি আরও বাড়ানোর জন্য উত্তর ২৪ পরগ্নার জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নির্বাকচনের পরেও পশ্চিমবঙ্গে ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে।

Published on: মে ২০, ২০১৯ @ ২১:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 + = 87