Published on: জুলা ১৭, ২০১৮ @ ২৩:৪৫
এসপিটি নিউজ গোয়ালতোড়, ১৭জুলাইঃ রাস্তার ধারে লাগানো একটি ট্যাপ কলের একটি মুখ ভাঙা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। মঙ্গলবার দুপুরের সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। সেইসময় ভাই তপন পাত্র(৪৪)কে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।ভাইকে খুন করার অভিযোগ উঠেছে দাদা দশানন পাত্রের বিরুদ্ধে।দাদার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।গোয়ালতোড় থানার লক্ষণপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। তবে এই ঘটনার নেপথ্যে তৃণমূল কংগ্রেস আর বিজেপি-র বিবাদও উঠে এল।
ঘটনায় প্রকাশ, গোয়ালতোড় থানার আমকোনা গ্রাম পঞ্চায়েতের লক্ষণপুর গ্রামে বাস তপন পাত্রের। তিনি গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত। আর তার দাদা দশানন বিজেপি-র কর্মী বলে পরিচিত। গত পঞ্চায়েত ভোট থেকেই দুই ভাইয়ের বিবাদ শুরু। ভাইকে বিজেপিতে যোগদান করতে বহুবার বলেও রাজী করাতে পারেনি দাদা দশানন।
এর মধ্যে মঙ্গলবার দুপুরে ভাই তপন পাত্র দেখে যে বাড়ির সামনে রাস্তার ধারে সজলধারা প্রকল্পের যে ট্যাপ কল বসানো হয়েছে তাতে দুটি মুখ ছিল। কিন্তু একটি মুখ ভেঙে ফেলা হয়েছে। আর এজন্য তৃণমূল কর্মী তপন বিজেপি কর্মী দাদা দশাননের বিরুদ্ধে আঙুল তোলে। শুরু হয় এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ। তারপর বচসা। দাদা দশাননের পক্ষে এসে দাঁড়ায় এলাকার বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর ভাই তৃণমূল কর্মী তপন পাত্রকে পেটানো হয়। কাঠের মুগুর নিয়ে মারা হয় বলে অভিযোগ। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর দাদা দশানন এলাকা থেকে বেপাত্তা। তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।ছবি-গুগল
Published on: জুলা ১৭, ২০১৮ @ ২৩:৪৫