বিশ্বের সবচেয়ে মোটা বালক সম্পর্কে জেনে নিন কয়েকটি তথ্য

বিদেশ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: মে ৮, ২০১৮ @ ২৩:১৫

এসপিটি নিউজ ডেস্কঃ বিশ্বে সব চেয়ে লম্বা মানুষ, বেঁটে মানুষ এমনন কত কি খবর হয়েছে। জানেন কি বিশ্বের সবচেয়ে মোটা বালক কে? তার বয়স কত। কি নাম তার।

আজ তক-এ প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গেছে, নাম আর্য প্রেরমনা। মাত্র দশ বছর বয়সেই তার অজন হয়ে গেছিল ১৯০ কেজি। এখন তার বয়স ১২ বছর। ইন্দোনেশিয়ার পশ্চিমী জাভা এলাকায় বসবাসকারী এই বালকের ওজন এত বেশি যে তার বয়সী ছয়জন বালকের মিলিত ওজনের সমান তার শরীরের ওজন।আর্যর চলাফেরার মধ্যেও একটা অস্বাভিকত্ব দেখা যায়।

গত বছরে এই বালকের গ্যাসট্রিক স্লীব অপারেশন করা হয়। যা সবচেয়ে কম বয়সী কাউকে করা হয়েছে। ইন্দোনেশিয়ার ওয়ার্ল্ড রেকর্ডস মিউজিয়ামে আর্যকে সবচেয়ে মোটা বালক বলে ঘোষণা করা হয়।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এক চিকিৎসক তার চিকিৎসা করান। এরপর সে চলাফেরার করতে পারছে। স্কুলেও যেতে পারছে।চিকিৎসক তাকে মিস্টি ও সফট ড্রিংক্স খেতে নিষেধ করেছেন।ছবি-গেটি

Published on: মে ৮, ২০১৮ @ ২৩:১৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 26 = 35