বিশ্বচ্যাম্পিয়নদের জালে বল ঢোকাতেই মেক্সিকোয় ভুমিকম্প! এও কি সম্ভব

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১৯, ২০১৮ @ ১৬:০০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপ ২০১৮ মেক্সিকো-জার্মানি গ্রুপ লিগের প্রথম ম্যাচ। খেলার ৩৫ মিনিট কয়েক সেকেন্ডের মাথায় মেক্সিকোর হার্ভিং লোজানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির গোলে বল ঠেলে দেন। জালে বল জড়াতেই গোটা মেক্সিকো উল্লাসে ফেটে পড়ে। ফুটবল ভক্তদের উল্লাস এমন পর্যায়ে পৌঁছেছিল যে সেদেশে ভূমিকম্প অনুভূত হয়। সেকথার সত্যতা স্বীকার করে নেয় মেক্সিকোর ইন্সটিটিউট অফ জিওলজিজক্যাল অ্যাটমোসফরিক ইনভস্টিগেশন। তারাও জানিয়েছে, হ্যাঁ, তখন ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এখন প্রশ্ন উঠছে, তাহলে এধরনের বাঁধনহারা উল্লাসে কি ভূমিকম্প সম্ভব? মেস্কিকোর ঐ সংস্থাটি জানাচ্ছে, এটা সম্ভব। তবে এই ভূমিকম্পের তীব্রতা এতটাই মৃদু ছিল যে সাধারণ মানুষ এই ভূমিকম্পের কম্পন বুঝতে পারেননি। পাশাপাশি তারা এক ট্যুইট করে দাবি করে,” মেক্সিকোর গোলের পর দেশে কৃত্রিম ভূমিকম্প অনুভূত হয়েছিল।”

বিবিসি এ বিষয়ে এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে তারা সিসমোগ্রাম গ্রাফের চিত্র দেখিয়েছে। যে গ্রাফের একটি অংশে লাল কালির এক বক্স তৈরি করে বলা হয়েছে যে সেখানে কম্পন অনুভূত হয়েছিল।

বিবিসির ঐ রিপোর্টে উল্লেখ করা হয়েছে-মেক্সিকোর সেই ইন্সটিটিউটের ব্লগে বলা হয়েছে, “সেদিন খেলার ৩৫ মিনিট সাত সেকেন্ডের মাথায় মেক্সিকো জার্মানির গোলে বল ঢুকিয়ে দেয় তখন আমাদের মনিটরিং সিস্টেমে ভূমিকম্পনের মাত্রা ধরা পড়ে। এই কম্পনের ত্বরন ছিল ৩৭মি/এস২ যা মেক্সিকো সিটির দুটি সিসমোমিটার যন্ত্রে এই কম্পন ধরা পড়ে। বড় ধরনের এই উল্লাসের ফলেই এই কম্পন।”

আসলে সেদিন মেক্সিকো এভাবে জার্মানির মতো শক্তিশালীর দলের বিরুদ্ধে জিতে যাবে তা দেশের ফুটবল ভক্তরা ভাবতেই পারেনি। এই খেলা নিয়ে সারা দেশ এতটাই উত্তেজিত ছিল যে দল গোল করতেই তারা উল্লাসে ফেটে পড়ে। যে উল্লাসের কোনও মাপকাঠি হয় না। এক বাঁধনহারা উচ্ছ্বাসে গোটা দেশ তখন কাঁপছে।

বিবিসির ওই রিপোর্ট বলছে-” মেক্সিকোর জয়ের পর ভক্তরা দেশের রাজধানী মেক্সিকো সিটির অ্যাঞ্জেল ইন্ডিপেন্ডেন্স ভাস্কর্য চত্বরের কাছে জমায়েত করেছিলেন। এখানে খুব কাছাই আছে সিসমোমিটার যন্ত্র। ফলে জয়ের সেই উল্লাসে সেই যন্ত্রে কম্পন ধরা পড়ে। তবে কম্পন এতি মৃদু ছিল যে তা সাধারণ মানুষ বুঝতে পারেনি। ইন্সটিটিউট বলছে,”সেক্ষেত্রে তাই এটিকে ভূমিকম্প বলা যাবে না। তবে এর আগে ‘কৃত্রিম’ শব্দটি যোগ করতে হবে। অর্থাৎ বলা যেতে পারে এটি ছিল এক কৃত্রিম ভূমিকম্প।”

সত্যি এও তাহলে সম্ভব।

Published on: জুন ১৯, ২০১৮ @ ১৬:০০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =