৩ লাখ ৩৫ হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ডঃ দাঁতের ডাক্তার, রাজনীতিক আর পরিচালকরাই হয়ে উঠলেন সাফল্যের নায়ক

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১৯, ২০১৮ @ ১৭:০৭

এসপিটি স্পোর্টস ডেস্কঃ হ্যাঁ, এটাই বাস্তব। ৩ লাখ ৩৫ হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ডপ্রথম্বার বিশ্বকাপ খেলতে নেমে প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে ফেলল।প্রতিপক্ষ দল সে আর্জেন্টিনা হতেই পারে, সেই দলে মেসি নামে এক বিশ্বখ্যাত ফুটবলার থাকতেই পারে-কিন্তু এসব তারা খেলতে নামের আগে ভেবে নিলেও এতটুকু ঘাবড়ে যায়নি। তারা এও ভেবে নিয়েছিল-চলো, মাঠে নেমে পড়ি, আমাদের তো হারাবার কিছু নেই। আমরা আমাদের সেরাটা দেব, তারপর যা হওয়ার হবে। সত্যি, আর্জেন্টিনার বিরুদ্ধে আইসল্যান্ড রীতিমতো ইতিহাস গড়ে ফেলল।যারা এত বড় কাণ্ড ঘটাল, তাদের কেউ দাঁতের দাক্তার, কেউ রাজনীতিক আবার কেউ পরিচালক।দু’দিন আগেও যাঁদের কেউ সেভাবে চিনত না, আজ তারাই দেশের মহানায়ক বনে গেছেন।

হ্যান্স হ্যালডরস্যন-পরিচালক

মেসির পেনাল্টি ঠেকিয়ে দিয়ে রাতারাতি নায়ক বনে গেছেন হ্যালডরস্যন।তাঁর জীবন এক বিচিত্র অভিজ্ঞতায় পূর্ণ। ২০১২ সালে ইউরো ভিশন ভিডিও অ্যালবাম তৈরি করেন।অভিনেতাদের তিনি নির্দেশনা দেন। সেই অ্যালবামের পরিচালক ছিলেন তিনি। নরওয়ের যে কোম্পানি সাগাফিল্মের হয়ে তিনি কাজ করতেন, তারা জানিয়েছে যে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি চাইলে আবার পরিচালনার জগতে ফিরতে পারবেন।

রুরিক গিসলাসন-রাজনীতিক

আইসল্যান্ডের এই মিডফিল্ডারকে নিয়ে উচ্ছ্বসিত দলের খেলোয়াড়রা। রুরিকের খেলায় আছে ঝাঁজ যা প্রতিপক্ষের ডিফেন্সকে নড়বড়ে করে দিতে পারে। ২০১৬সালের ইউরোতে অসাধারণ খেলার পর রেকিয়াভিক সাউথ আসনে দক্ষিণপন্থী ইন্ডিপেন্ডেন্স পার্টি থেকে তাঁকে দাঁড় করানো হয়। তবে তাঁর সম্মতি নিয়ে দল তাঁকে প্রার্থী করে। তবে পার্লামেন্টে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর ছিল না। কারণ, তিনি খেলেন জার্মানিতে।

হেইমির হ্যালগ্রিমসন-দাঁতের ডাক্তার

আইসল্যান্ড দলের এমন বিচিত্র চরিত্র বোধহয় বিশ্বে খুব বেশি বিশ্বকাপ খেলিয়ে দেশের নেই।পরিচালক, রাজনীতিকের পর এই দলের ম্যানেজারও ফুটবলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আগে ছিলেন একজন দাঁতের ডাক্তার। ১৯৯০ সালে দেশের মহিলা জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। তখনও তিনি দাঁতের চিকিৎসার কাজ চালিয়ে গেছেন। এরপর ২০১১ সালে দেশের পুরুষ জাতীয় দলের সহকারী ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরে ২০১৬ সাল থেকে প্রধান ম্যানেজার হিসেবে যোগ দেন। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখালেন ডাক্তারবাবু তাঁর কেরামতি। প্রমাণ করলেন, তিনি ফুটবলেরও একজন ভালো ডাক্তার।

Published on: জুন ১৯, ২০১৮ @ ১৭:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 + = 97