
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ৩১, ২০১৮ @ ১৯:৩২
এসপিটি নিউজ, বিনপুর, ৩১ জানুয়ারিঃ মঙ্গলবার রাত থেকে তোলপাড় গোটা বিনপুর এলাকা। সাধারণ মানুষের চোখে পড়েছে এক পায়ের ছাপ। আর তা নিয়ে ছড়িয়ে পড়েছে বাঘের আতঙ্ক। যদিও বনাধিকারিক বলেছেন, ছাপটি সম্ভবত লেপার্ড-এর। পরীক্ষা চলছে।
রাস্তায় এই পায়ের ছাপ নিয়ে বিনপুর ১ নং ব্লকের জঙ্গল ঘেরা এলাকাগুলিতে কাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে।এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। মঙ্গলবার থেকে রামগড়, লালগড় এলাকাগুলিতে এই ছাপ দেখতে পাওয়ার পর সবাই ধরে নেয় এটি বাঘের পায়ের ছাপ।
বুধবার সকালে রাঙামেটা এলাকার রাস্তার দুই পাশ বরাবর করমশোল হয়ে বেশকিছু স্থানে এই পায়ের ছাপ দেখতে পাওয়া যায়।এই পায়ের ছাপ রাস্তা থেকে ঘন জঙ্গলের দিকে চলে গেছে।ডিএম বাঁধ এলাকাজুড়ে এই ছাপ দেখা গেছে।
এলাকাবাসীর অনুমান, এখানে ঘন জঙ্গল ও জলের ব্যবস্থাও রয়েছে। তাই বন্য যে কোনও জন্তুর এটা আদর্শ জায়গা।
তবে পশ্চিম মেদিনীপুরের ডিএফও জানান, পায়ের ছাপ অনুযায়ী লেপার্ড হতেও পারে। পরিক্ষা চলছে। এই পায়ের ছাপ দেখে এলাকার মানুষ খুব আতঙ্কে রয়েছে। জঙ্গলে গরু-ছাগল চড়ানোও বন্ধ করে দিয়েছে তারা।
Published on: জানু ৩১, ২০১৮ @ ১৯:৩২