
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মার্চ ১০, ২০১৮ @ ২২:৫৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০ মার্চঃ পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে আসরে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব কটি জেলা নেতৃত্বকে ময়দানে নেমে পড়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পেয়েই শুরু হয়ে গেছে প্রচার।শনিবার মেদিনীপুর সদর ব্লকে যেমন মহা মিছিল হয় ঠিক তেমনই সবং ব্লকে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-যুব সম্মেলন।যেখানে দলীয় নেতৃত্ব দলের ছাত্র-যুব কর্মীদের নির্দেশ দিয়েছেন- পঞ্চায়েত ভোটে বিজপির হার এখন থেকেই সুনিশ্চিত করতে হবে। কোনও আসনেই তারা যাতে জিততে না পারে তা ঠিক করে ফেলতে হবে।একই সঙ্গে সবং উপ-নির্বাচনে বিজেপি কিভাবে ৩৭ হাজার ভোট পেল, তা খতিয়ে দেখে এগোতে হবে বলে জানান।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় কর্মসূচি ছিল সবং-এ। ছাত্র-যুব কর্মী সম্মেলন। যেখানে দলের জেলা সভাপতি অজিত মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক গীতা ভুঁইয়া, খড়্গপুর গ্রামীণ কেন্দ্রের বিধায়ক দীনেন রায়, সভাধিপতি উত্তরা সিংহ, রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া, মন্ত্রী সৌমেন মাহাপাত্র, স্থানীয় নেতা আবু কালাম বক্স সহ আরও অনেকে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুব সভাপতি রমাপ্রসাদ গিরি ।
সম্মেলনে বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রীর দেখানো পথেই মানস ভুঁইয়া দলের কর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, কর্মীরাই হল দলের আসল সম্পদ। কর্মীদের জন্যি আমরা কেউ নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদ হতে পারি। তাদের অবদান সবসময় মনে রাখতে হবে। তাদের সম্মান করবেন, কাছে টেনে নেবেন। অসম্মান করবেন না।
একই সঙ্গে এদিন মানস ভুঁইয়া উপ-নির্বাচনে বিজেপি কিভাবে ৩৭ হাজার ভোট পেল, তা নিয়ে প্রশ্ন তোলেন। এটা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। পাশাপাশি, আসন্ন পঞ্চায়েত ভোটে একটি আসনও যাতে বিজেপি জিততে না পারে সেজন্য দলের ছাত্র-যুব কর্মীদের তিনি নির্দেশ দিয়ে বলেন, বিজেপির হার এখন থেকেই সুনিশ্চিত করতে হবে। দেরী করা চলবে না। সেইসঙ্গে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বিষয়গুলি তুলে ধরেন তিনি।
মন্ত্রী সৌমেন মাহাপাত্রও পঞ্চায়েত ভোটে সিপিএম, বিজেপি, কংগ্রেস যাতে একটি আসনেও জিততে না পারে সেদিকে নজর রাখতে নির্দেশ দেন। একইসঙ্গে দলের সমস্ত স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।
সবং-এর পাশাপাশি শনিবার মেদিনীপুর সদর ব্লকের কেরানীচটি এলাকাতেও পণচায়েত ভোটের প্রচার শুরু করে দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বের হয় এক মহামিছিল। নেতৃত্বে ছিলেন স্থানীয় অঞ্চল সভাপতি মধু মাইতি, মুকুল সামন্ত, মলয় ঘোষ, অসীম রায় সহ অন্যান্যরা।
Published on: মার্চ ১০, ২০১৮ @ ২২:৫৪