বিজেপিকে মমতার কটাক্ষ- এরা ঝান্ডা-গুণ্ডার সরকার, দাম বাড়াবার সরকার

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– কৃষ্ণা দাস

Published on: অক্টো ৪, ২০১৮ @ ২০:৩১

সংবাদদাতাকৃষ্ণা দাস

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৪অক্টোবরঃ লোকসভা ভোটকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে বৃহস্পতিবার তারই আঁচ পাওয়া গেল আরও একবার। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন তাঁর সমস্ত ক্ষোভ প্রকাশ পেল ঠিক তেমনই ভোটারদের কাছে টানার ক্ষেত্রেও তিনি তৎপরতা দেখাতে শুরু করে দিলেন।তাদেরকে একটা বার্তাই তিনি দিতে চাইলেন- সারা বছর তোমাদের পাশে থাকে তৃণমূল, তাই ভুলেও বিজেপির দিকে তাকাবে না। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ-” ওরা ঝান্ডা-গুণ্ডার সরকার, দাম বাড়াবার সরকার।দিল্লির সরকারকে এখন সবাই ভয় পায়, বলে -দেখো গব্বর সিং আ গ্যায়া।”

বৃহস্পতিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ হিন্দি ভাষী পরিষদের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁর সমস্ত রাগ-ক্ষোভ বেরিয়ে আসে। সেই সঙ্গে রাজ্যের হিন্দিভাষীদের তিনি এই বলে স্মরণ করিয়ে দেন যে এখানে তারা সকলেই সুরক্ষিত আছেন। তিনি বলেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষের জীবনের কোনও মূল্য নেই। সেখানে মানুষ কথা বললেই তাকে গুলি করে মারা হয়। এনকাউন্টার সরকার চলে সেখানে। রাজস্থান, গুজরাট, ইউপি’তে চলে এইসব কিন্তু বাংলায় এসব চলে না।”

হিন্দিভাষীদের কাছে তিনি প্রশ্ন রাখেন-“ভোটের সময় ভোট নিতে আসি নি। যারা ভোটের সময় ভাগাভাগির কথা বলে তাদের মত নই। তারা ভোটের সময় ভাগাভাগির রাজনীতি করে। আর ভোটের সময় বলে আপনারা হিন্দিভাষী তাই বিজেপি-কে ভোট দিন।  তৃণমূলকে দিও না। ৩৫৬দিন তৃ্ণমূল সাথে থাকবে আর ভোটের সময় বিজেপি! থাকবে বাংলায় আর ভোটে জেতাবে দিল্লির পার্টিকে? কিসের জন্য?”

মুখ্যমন্ত্রী বলেন-বিশ্ব বাজারে তেলের দাম কমেছে কিন্তু এদেশে সেই দাম দিন দিন বাড়ছে। আর এই বৃদ্ধিতে আলু, পটলের বাজারেও তার প্রভাব পড়ছে। এরপরই তিনি এদিন তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পেট্রোপন্যের দাম কমানোর প্রসঙ্গে টেনে বলেন, ” অর্থমন্ত্রী কৃপা করছে সেটাই দেখাচ্ছে। ওরা এক্সাইজ ডিউটির নামে ১০টাকা বাড়িয়েছে। অথচ রাজ্য থেকে টাকা নিয়ে যাচ্ছে। আর রাজ্যকে আড়াই টাকা কমাতে বলে। তাঁর দাবি -“আড়াই টাকা কমালে হবে না, কমালে আগে ১০টাকা কমাক কেন্দ্র”। এরপরই মুখ্যমন্ত্রীর কটাক্ষ-এই সরকার দাম বাড়াবার সরকা্র।

এরপর মুখ্যমন্ত্রী নোটবন্দির বিষয় নিয়ে ফের কেন্দ্রকে খোঁচা দেন। তিনি বলেন, “কেন্দ্র দেশকে কি দিয়েছে? দিয়েছে নোটবন্দি! ঘরের মা, বোনেরা যে টাকা জমিয়ে রেখেছে সেটার ওপরেও হাত বসিয়েছে এই নোট বন্দি করে। সেগুলিকেও কালা ধন হিসেবে দেখিয়েছ। আর সেটা না দিলে সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি লাগিয়ে দিয়েছে। দেশের মানুষকে এখন কেন্দ্র সরকার ভয় দেখাচ্ছে বার বার। কি দিয়েছে সরকার? দেশকে সর্বনাশ করে দিয়েছে।” তিনি এদিনও প্রশ্ন তোলেন, কি দরকার ছিল এই নোট বন্দির?

বিজেপি ধর্মের নামে খুন করে, বিভেদ সৃষ্টি করে এরা দেশের নেতা নয় ঝান্ডা, গুন্ডা সরকার বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এদিন এনআরসি প্রসঙ্গ টেনে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, “অসমে মানুষ এখন ভয় পায়। গোটা দেশের মানুষ এনআরসি নিয়ে চিন্তিত। হিন্দুস্থানে থেকে কি প্রমাণ দিতে হবে আমরা হিন্দুস্থা্নি? তাই আগামী দিনে এই সরকার থাকলে সবাইকে বলবে এনআরসি করাতে হবে।” পাশাপাশি জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ শুরু হওয়া নিয়ে কেন্দ্রকে দুষলেন তিনি। তার বক্তব্য রাজ্য সবটাই করে দিয়েছে, বাকি অনুমতি কেন্দ্রের কাছ থেকে আসলেই তা শুরু হয়ে যাবে। বিজেপি শাসিত কেন্দ্র সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণেই তার অনুমতি আটকে রেখেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।হিন্দি বলয়ের এই অনুষ্ঠান শেষে উত্তরকন্যায় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের “দ্য টাইটান অফ মিডিয়া” অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Published on: অক্টো ৪, ২০১৮ @ ২০:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2