
এসপিটি নিউজ: সীমান্তে সক্রিয় ভারতীয় প্রহরা। কিন্তু পাকিস্তানিদের অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত।আর সেই অনুপ্রবেশকারীদের হাত ধরে সীমান্তে চোরাচালান করতে গিয়ে বিএসএফ ও এনসিবি-র যৌথ অভিযানের মুখে ভেস্তে গেল সব চেষ্টা। বিএসএফের গুলিতে হত এক পাক অনুপ্রবেশকারী। উদ্ধার হল মাদক দ্রব্য সহ আগ্নেয়াস্ত্রর নানা সামগ্রী।
বিএএসএফ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের তারন জেলায়।আগে থেকেই খব্র পেয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যৌথ বাহিনী ঘটনাস্থলে ওৎ পেতে বসেছিল। আজ ভোরে পাঞ্জাবের তারন জেলায় সীমান্ত এলাকায় পাকিস্তানি অনুপ্রবেশকারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।সতর্ক করা সত্ত্বেও সেখান থেকে সে চলে যায়নি। এই সময় মাদকদ্রব্য চোরাচালানের চেষ্টা হলে পুলিশ গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই পাক অনুপ্রবেশকারী।
বিএসএফ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে 14 প্যাকেট হেরোইন (14.805 কেজি), 1 পিস্তল ম্যাগ, 6 আরডিএস এবং 2 টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনার নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।