বায়ুসেনার বিমানে লাদাখে পৌঁছে গেল জওয়ানদের শীতকালীন পোশাক সহ অত্যাধুনিক সরঞ্জাম

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৫, ২০২০ @ ২০:১৯

এসপিটি নিউজ ডেস্ক:  লাদাখে ভারত-চীন সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনা আছে। চীন যেমনভাবে তাদের দিক থেকে সীমান্তে সেনা মোতায়েন করেছে ঠিক তেমনই ভারতও মোতায়েন করেছে সেনা। ইতিমধ্যে লাদাখে নিয়ে যাওয়া হয়েছে অস্ত্র-শস্ত্র সহ যুদ্ধের সরঞ্জামও। ইতিমধ্যে শীত আসতে আর বেশি দেরী নেই। তাই সেদিকে লক্ষ্য রেখে আজই লাদাখে ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে পৌঁছে গেল অত্যাধুনিক সঞ্জাম সহ জওয়ানদের শীতের পোশাক ও তাবু। সংবাদ সংস্থা এএন আই লাদাখের মেজর জেনারেল অরবিন্দ কাপুরকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে।

মেজর জেনারেল অরবিন্দ কাপুর জানান- “ভারতীয় বিমানবাহিনী এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিগত কয়েক মাস ধরে সৈন্যদের দ্রুত অন্তর্ভুক্তিতে সহায়তা করেছে। সাম্প্রতিক সময়ে যে বাহিনী গড়ে তুলেছে সেনাবাহিনী ও আইএএফের মধ্যে এই যৌথ সামর্থ্য পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি।”

“আমাদের লজিস্টিক অবকাঠামোটি স্মার্টভাবে নির্মিত হয়েছে যে বাইরে থেকে যে কোনও ইউনিট নির্বিঘ্নে এখানে অংশ নিতে এবং কার্যকর হতে পারে। আজ, প্রথম সারিতে প্রেরিত প্রতিটি জওয়ানের শীতকালীন অত্যাধুনিক পোশাক এবং তাঁবু রয়েছে।” জানালেন লাদাখের মেজর জেনারেল।

Published on: সেপ্টে ১৫, ২০২০ @ ২০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =