Published on: জানু ৩, ২০১৯ @ ২৩:৫৫
এসপিটি নিউজ, সিমলা, ৩ জানুয়ারিঃ আবহাওয়া বৃহস্পতিবার সারাদিন পরিষ্কারই ছিল হিমাচল প্রদেশে। যদিও বুধবার পাহাড়ি উঁচু এলাকায় তুষারপাতের ফলে ঠান্ডার প্রকোপ বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতর হিমাচল প্রদেশে আগামী ৫ ও ৬ জানুয়ারি পাহাড়ি উঁচু ও মধ্যবর্তী স্থানে বৃষ্টি ও তুষারপাত হওয়ার কতা জানিয়েছে। নীচের দিকে বৃষ্টি এবং শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।
আবহাওয়া দফতরের কথায়-চার থেকে ছয় জানুয়ারি পর্যন্ত মানুষের দুর্ভোগ বাড়বে।রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর সতর্কতা জারি করে মানুষজনকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। আবহাওয়া দফতর সাত-আট জানুয়ারিতেও আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাষ দিয়েছেন। হিমাচল প্রদেশে সবচেয়ে কম তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াস ছিল কেলং-এ। উনাতে সবচেয়ে বেশি তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।তবে হিমাচলের চ’টি স্থান সুন্দরনগর, ভুন্তর, কল্পা, কেলং, মানালি এবং কুফরিতে তাপমাত্রা মাইনাসে নেমে গিয়েছে।
বুধবার সকাল থেকেই মানালির পাহাড়ে বরফের চাদরে মুড়ে যেতে দেখেছে সকলে। এদিন মানালির বেশির ভাগ স্নো পয়েন্টে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।দুপুরের দিকে পর্যটন নগরীতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল।
Published on: জানু ৩, ২০১৯ @ ২৩:৫৫