
Published on: ডিসে ২১, ২০১৮ @ ১৯:৫০
এসপিটি নিউজ, গোয়ালতোড়, ২১ ডিসেম্বরঃ নদীর চরে বালি তুলতে গিয়েছিল তারা। বালি তোলার সময় চোখে পড়ে গর্তের মধ্যে পোঁতা রয়েছে একজনের মৃতদেহ। মৃতদেহ সনাক্ত করে জানা যায় মৃত যুবক গতকাল বৃহস্পতিবার সন্ধের পর থেকে নিখোঁজ ছিল। জানা গেছে মৃতের নাম সৌমেন রায়। বাড়ি গোয়ালতোড়ের মাইতা গ্রামে। তবে এই যুবককে খুন করে পুঁতে রাখা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে কয়েকজন বালি তুলতে গোয়ালতোড়ে নদীর চরে গিয়েছিল। তারা সেখানে গিয়ে বালি তোলার কাজ শুরু করে। কিছু সময় পর তারা লক্ষ্য করে যে বালির চরে গর্তের মধ্যে একটি মৃতদেহ।পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
এর মধ্যে সৌমেনের বাড়ির লোকজন বৃহস্পতিবার রাত পর্যন্ত সন্ধান চালিয়ে কোনও খোঁজ না পেয়ে নিরাশ হয়ে ঘরে ফিরে যান। পুলিশকেও জানায় তাদের ঘরের ছেলের নিখোঁজের খবর। পুলিশ তল্লাশি চালিয়ে কোনও খোঁজ পায়নি।শুক্রবার সকালে মৃতদেহটি পেতেই বাড়ির লোকজনকে খবর দিয়ে ডেকে আনা হয়। তারা এসে সৌমেনের মৃতদেহ সনাক্ত করে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান খুন করে তাকে বালির চরে পুঁতে রেখে গিয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ এদিন ওই এলাকা থেকে সন্দেহজনকভাবে চন্দন মাঝি নামে একজনকে আটক করে নিয়ে যায়।
Published on: ডিসে ২১, ২০১৮ @ ১৯:৫০