থানার ভিতরেই পুলিশের সামনে কেন নিজের গলায় ব্লেড চালাল এই যুবক

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতাত– বাপ্পা মণ্ডল                           ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২১, ২০১৮ @ ১৬:৩২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২১ ডিসেম্বরঃ মুখে কুলুপ এঁটেছে পুলিশ।তাদের ভূমিকা তুলে দিয়েছে কিছু প্রশ্ন। যেভাবে একজন যুবক থানার ভিতর এসে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ল। তারপর নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে শয্যাশায়ী। সবটাই একটা রহস্য রয়ে গিয়েছে। কিছুই জানা যাচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এলাকায় এক গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে পি শিবা রাও নামে ওই যুবককে গ্রেফতার করে খড়্গপুর টাউন থানার পুলিশ।বৃহস্পতিবারই জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরে যায় সে। কিন্তু হঠাৎই বৃহস্পতিবার রাতে শিবার বাড়ি গিয়ে তার খোঁজ করে খড়্গপুর টাউন থানার পুলিশ। কিন্তু শিবাকে না পেয়ে পুলিশ তার ভাইকেই তুলে নিয়ে আসে থানায়।এরপর শুরু হয় সেই রহস্যজনক ঘটনা।

বাড়ি ফিরে শিবা জানতে পারে পুলিশ এসে তার ভাইকে তুলে নিয়ে গিয়েছে থানায়। একথা শোনার পর শিবা সোজা থানায় গিয়ে পুলিশের কাছে জানতে চায় তারা কি কারণে তার ভাইকে তুলে নিয়ে এসেছে? পুলিশ এ প্রশ্নের কি জবাব দিয়েছে তা জানা যায়নি। যা জানা গিয়েছে তা হল, এরপর শিবার সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। থানার ভিতর যখন দু’পক্ষের মধ্যে বিবাদ চলছে তখন আচমকা শিবা ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।এরপর টাউন থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় শিবাকে খড়গপুর মহাকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে।

কিন্তু পুলিশ এই ঘটনা নিয়ে কেন মুখে কুলুপ এঁটেছে তা রহস্য রয়ে গিয়েছে।প্রশ্ন উঠেছে-

  • আদালতে জামিন পাওয়া ব্যক্তির বাড়িতে কেন জামিন পাওয়ার দিনই পুলিশ তার খোঁজ করতে গেল?
  • কেন শিবার খোঁজ না পেয়ে তার ভাইকে তুলে আনল?
  • তাহলে কি শিবার ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ ছিল?
  • যদি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ থেকেই থাকে তবে পুলিশ শিবার খোঁজ করতে গিয়েছিল কি কারণে?
  • থানার ভিতর একজন জামিন পাওয়া ব্যক্তি পুলিশের সঙ্গে কিভাবে বচসায় জড়িয়ে পড়তে পারে?
  • পুলিশ কি এমন বলেছিল যার জন্য ওই যুবক গলায় ব্লেড চালিয়ে দিল?
  • পুলিশের এই নীরবতা কেন?  

Published on: ডিসে ২১, ২০১৮ @ ১৬:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 13 =