বারুইপুর মহকুমা আদালতে পোড়ান হল নথি সহ দলিল ,বিক্ষোভ আইনজীবীদের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়

Published on: ফেব্রু ৩, ২০১৮ @ ২১:২০

এসপিটি নিউজ,বারুইপুর,৩জানুয়ারিঃ বারুইপুর সিভিল কোর্টের বিচারাধীন মামলার সমন, রেকর্ড, দলিল, ট্যাক্স রিসিভ-সহ গুরুত্বপূর্ণ বিষয়ের নথি পোড়ানকে কেন্দ্র করে শনিবার দুপুরে বারুইপুর মহকুমা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়াল। এর জেরে বিক্ষোভে ফেটে পড়েন দেওয়ানি ও ফৌজদারি আদালতের আইনজীবীরা। এই সব গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে দেওয়ায় সম্যাসার মধ্যে পড়বেন বিচারপ্রার্থীরা। বহু মানুষ ক্ষতির মুখে পড়বেন। দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন আইনজিবীরা। এই বিষয়ে অবিলম্বে তদন্তের দাবিতে সরব হয়েছেন তাঁরা।

এরফলে আদালতের এদিন কাজকর্ম ব্যাহত হয়। এই বিষয়ে বারুইপুর সিভিল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য স্বপন রায় সরকার জানা, চলতি বছরের ৩ জানুয়ারি থেকে বারুইপুরের সিভিল আদালতে কাজ বন্ধ আছে। বিভিন্ন মামলার ডেট পাওয়া যাচ্ছিল না। নথি সংরক্ষণের দাবিতে সিভিল আদালতে কর্মবিরতি চলছিল। এরপর আজ সকাল ১০টার পরে আচমকা বিচারাধীন নথি পুড়িয়ে দেন আদালতের কিছু কর্মী।

সিভিল কোর্ট বার এ্যাসোসিয়েশনের সভাপতি অহিত্রেন্দু বিশ্বাস বলেন, বারুইপুর সিভিল আদালতের ফার্স্ট কোর্ট ,সেকেন্ড ও থার্ড কোর্টে প্রচুর পরিমানে বস্তা বস্তা কাগজ ২০১৫ ,২০১৬ ,২০১৭ সালের দলিল আসল রেকর্ড পোড়ানো হয়েছে। কোন নির্দেশ ছাড়াই নথি পুড়িয়ে দিয়ে মানুষকে সম্যসায় ফেলে দেওয়া হল। এর তদন্ত চাই।

এই বিষয়ে বারুইপুর ফৌজদারি আদালতের বার এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান জানান , কিভাবে উচ্চ আদালতের নির্দেশ ছাড়াই পোড়ান হল নথি-সমন আমরা জেলা জজকে জানিয়েছি। এর তদন্ত চাই। আমরা এক যোগে এর প্রতিবাদ জানাচ্ছি।

Published on: ফেব্রু ৩, ২০১৮ @ ২১:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − 78 =