এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুরঃ আজ অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ২৫ তম বর্ষপূর্তি। এই দিনটিকে সারা দেশের সাথে এ জেলাতেও কালা দিবস হিসাবে পালন করল এস ইউ সি আই (কমিউনিস্ট)। এই কালা দিবসে আজ বেলদা শহরে একটি মিছিল সংগঠিত হয়। এদিন মিছিল সারা শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির পাদদেশে এসে শেষ হয় । উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তুষার জানা, সুশান্ত পানিগ্রাহী, বংশী মন্ডল, ব্রতীন দাস প্রমুখ । মেদিনীপুর শহরের নিমতলা চকে একটি সভা হয়। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মঙ্গল নায়েক । এছাড়াও উপস্থিত ছিলেন লোকাল সম্পাদক প্রাণতোষ মাইতি, তপন দাস প্রমুখ। এছাড়াও জেলার খড়্গপুর, সবং , পিংলা, সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল, সভার মাধ্যমে এই কালা দিবসের কর্মসূচী পালিত হয়। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিজেপি ও সংঘ পরিবার ৫০০ বছরের এই পুরোনো স্মৃতি সৌধকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল। প্রশাসন, পুলিশ, মিলিটারী ছিল নির্বাক নিশ্চুপ । সেদিন শুধু বাবরি মসজিদ ধ্বংস হয়নি, সাথে সাথে প্রান গিয়েছিল সরকারী হিসাবে ৩০০০ সংখ্যালঘু মানুষের। এরই প্রতিবাদে আজ এইসব কর্মসূচীতে ধ্বনিত হল সাম্প্রদায়িকতা বিরোধী আওয়াজ। মঙ্গল নায়েক বাবরি মসজিদ ধ্বংসের দিনটির কথা স্মরণ করে সেদিনের কলঙ্কিত ইতিহাস তুলে ধরেন। সাথে সাথে গনআন্দোলন এবং শ্রেণী সংগ্রামই যে সাম্প্রদায়িকতাকে রুখতে পারে তা মঙ্গলবাবু তুলে ধরেন ।