হাওড়া, ১ডিসেম্বর-শুক্রবার দুপুরে কুলগাছিয়া বাজারের কাছে বাইকে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম অভ্র শাসমল (১১) বাড়ি কুলগাছিয়ার মাইতি পাড়ায়। শিশুটি কুলগাছিয়া শ্রীকৃষ্ণপুর চিত্তরঞ্জন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানের পাশাপাশি ডাম্পারটিকে আটক করেছে।
সূত্রের খবর শুক্রবার দুপুর ২টো ৩০ নাগাদ তার আত্মীযের বাইকে চেপে বাড়ি ফিরছিল। উলুবেড়িয়া থানার কুলগাছিয়া বাজারের কাছে উল্টো দিক থেকে আসা একটি স্টোনচিপ বোঝাই ডাম্পার বাইকটিকে ধাক্কা মা্রে। অভ্র রাস্তায় পড়ে গেনে ডাম্পারের পিছনর চাকা তার উপর দিয়ে চলে যেতেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরে স্থানীয় জনতা মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তা অবরোধ করা হয়। উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছলে জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়ার এস ডি পি ও রূপান্তর সেনগুপ্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছয়। নামানো হয় র্যাফ।পরে পুলিশের পক্ষ থেকে ডাম্পারের চালক ও খালাসিকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া।