
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল
Published on: মে ১৮, ২০১৮ @ ২২:০৬
এসপিটি নিউজ, খড়্গপুর, ১৮ মেঃ তৃণমূল কংগ্রেস যদি বাংলা জুড়ে সন্ত্রাস বন্ধ না করে তবে তারা বাংলা বনধ ডাকতে বাধ্য হবে। খড়্গপুরে নিজের বিধায়ক কার্যালয়ে বসে এভাবেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, জঙ্গলমহলের মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে।
দিলীপ ঘোষের তোপ, আগামিদিনে জঙ্গলমহলের দেখানো পথে বাংলার মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তাঁর অভিযোগ, কেশিয়াড়িতে দলের দু’জন জেলেপরিষদ প্রার্থী ও তিনজন পঞ্চায়েত সমিতির প্রার্থী জয়লাভ করলেও তাদের শংসাপত্র না দেওয়াটা অত্যন্ত নিন্দনীয়।
শুক্রবার দিলীপ ঘোষ খড়্গপুরে নিজের কার্যালয়ে বসে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলেন, তৃণমূল কংগ্রেস যদি হিংসা থেকে সরে না আসে তবে বাংলা বনধ ডাকতে বাধ্য হব। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে তাদের দুই কর্মীর মৃত্যু হয়েছে। তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের পরেও মানুষ তাদের উপর আস্থা রেখেছে। তাই বাংলার মানুষকে অভিনন্দন জানান দিলীপ ঘোষ।
পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি এদিন আবার বলেছেন, বিজেপি কর্মীরা যেভাবে জঙ্গলমহলের কয়েকটি এলাকায় জিতে যেভাবে তৃণমূলের কার্যালয় এমনকী তাদের কর্মীদের আক্রমণ করেছে তা নিন্দনীয়। এখন যদি তৃণমূল কর্মীরা রাস্তায় নামে তাহলে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। তৃণমূলের অভিযোগ, গোপীবল্লভপুর-১ ব্লকের হাতিবাড়ি মোড়ে তৃণমূলের কার্যালয় ভাঙচুর করা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে। ভিতরের সমস্ত জিনিস তছনছ করে দেয় দুষ্কৃতীরা।
Published on: মে ১৮, ২০১৮ @ ২২:০৬