দুর্গাপুরে তিন অস্ট্রেলিয়ান রাগবি তারকা, শেখালেন স্কুল পড়ুয়াদের

খেলা রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, দুর্গাপুর: ফুটবল,কাবাডি পরে ক্রিকেট এসব তো এখন রোজকার খেলা হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে যদি একটু ভিন্ন স্বাদ পাওয়া যায় তবে মন্দ কি? আর তাই তো শনিবার দুর্গাপুরের স্কুন পড়ুয়াদের একটু চিরাচরিত খেলার বাইরে এসে অন্য এক খেলার স্বাদ পাইয়ে দিল “কৌস্তভ ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমি।”

এবার বাংলায় রাগবি খেলার প্রচার ও প্রসারে দুর্গাপুরের “কৌস্তভ ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাকাডেমি-র হাত ধরে দুর্গাপুরে দু’দিনের জন্য রাগবি খেলা শেখালেন অস্ট্রেলিয়ার তিন রাগবি তারকা।এই দুদিনে দুর্গাপুরের বিভিন্ন নামী ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের মোট প্রায় ৫০০ জন স্কুনপড়ুয়া শিখল রাগবি খেলার প্রথম পাঠ।অস্ট্রেলিয়ান তিন রাগবি তারকা অ্যান্টনি,হ্যারিসন এবং ব্র‍্যাডসন দুদিন ধরে অস্ট্রেলিয়ার খুব প্রিয় ফুটি খেলার ব্যাকরন শেখালেন ক্ষুদে খেলোয়াড়দের।দুই দলে মোট ১৮ জন খেলোয়াড় এর এই ফুটি খেলার জন্য খুব শারীরিক ফিটনেস দরকার তা জানালেন এই তিন তারকা।এখানে এই তিন রাগবি তারকা নিয়মিত আসবেন এবং শেখাবেন রাগবি খেলা বলেও জানান তারা।আর এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করে তাদের কে এএফএল অস্ট্রেলিয়ান ফুটি লিগ এ খেলার সুযোগ করে দেবেন তারা, এমন প্রতিশ্রুতিও দিয়ে গেলেন শনিবার যাওয়ার আগে।দুর্গাপুরের মধুপল্লী বস্তি এলাকার সন্মেলনী সংঘের মাঠে রাগবি খেলার প্রতি উৎসাহ দেখে খুব খুশি তিন অস্ট্রেলিয়ান ফুটি খেলোয়াড়।কিন্তু রাগবি খেলার জন্য মাঠের পরিকাঠামোগত উন্নয়ন আরও বেশি প্রয়োজন তাও জানিয়ে গেলেন এই রাগবি তারকারা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 + = 40